কবরী সারোয়ার
ArtistProfession: Actor
Dob: 1950-07-15
Age: 75
Birthplace: Chottogram
Marital Status: Married
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit
সারাহ বেগম কবরী ষাট ও সত্তর দশকের তুমুল জনপ্রিয় নায়িকা। অভিনয়ের বাহিরে তার পরিচালনা ও রাজনীতির মাঠে ভালো জনপ্রিয়তা রয়েছে।
কবরীর আসল নাম মিনা পাল। জন্ম ১৯৫০ সালে চট্টগ্রাম জেলার বোয়াখালীতে। তার শৈশব ও কৌশোর কেটেছে চট্টগ্রাম শহরে। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে কাজ শুরু করেন।
কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ১৯৬৮ সালে তার সংগীত ধর্মী লোককাহিনী নির্ভর ছবি সাতভাই চম্পা তুমুল জনপ্রিয়তা পায়।
সত্তর দশকে রাজ্জাক-কবরী ঝুটি ছিল প্রচন্ড জনপ্রিয় এক ঝুটি। এই ঝুটি একাধারে অনেকগুলো ছবিতে অভিনয় করেন। ১৯৭৩ সালে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র রংবাজ। এই চলচ্চিত্রে তিনি পর্দায় লাস্যময়ী রূপে আবির্ভূত হন এবং তার চটুল অভিব্যক্তি দর্শকের নজর কাড়ে। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। ১৯৭৮ সালে তিনি কথাসাহিত্যিক শহীদুল্লা কায়সারের সারেং বউ উপন্যাস অবলম্বনে আবদুল্লাহ আল মামুনের নির্মিত একই নামের (১৯৭৮) চলচ্চিত্রে নবিতুন চরিত্রে অভিনয় করে সমাদৃত হন।
২০০৫ সালে তার পরিচালিত আয়না ছবি মুক্তি পায়।
তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
কবরী প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন। সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে তিনি সফিউদ্দীন সরোয়ারকে বিয়ে করেন। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী পাঁচ সন্তানের মা ছিলেন।[২] ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’ প্রকাশিত হয়।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায়, ২০২১ সালের ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।