খান আসিফুর রহমান আগুন

Artist
Gender: Male
Profession: Singer
Dob: 1971-02-09
Age: 54
Birthplace: Dhaka
Marital Status: Married
Spouse: তান্না খান
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit

খান আসিফুর রহমান আগুন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিনেতা। সেই আশির দশক থেকে সমান জনপ্রিয়তার সাথে গান গেয়ে যাচ্ছেন আগুন। সংগীত, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ পদচারণা।

প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীন দম্পতির একমাত্র ছেলে খান আসিফুর রহমান আগুন। দেশের খ্যাতনামা দুই কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও ফরিদা ইয়াসমিন তার খালা। এছাড়া কণ্ঠশিল্পী রুমানা ইসলাম তার সৎ বোন। 

আগুনের সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮৮ সালে \'সাডেন\' ব্যান্ডের ভোকাল হিসেবে। সাডেন ব্যান্ড ও আগুনের একক অ্যালবাম ওগো প্রেয়সীর গানগুলোর মধ্যে \"বৈশাখী মেলা\", \"উত্তাল সমুদ্র\" ও \"ভালোবাসি\" শ্রোতাপ্রিয়তা লাভ করে। তিনি ১৯৯২ সালে সাডেন ব্যান্ড ত্যাগ করেন।

১৯৯২ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের গান গাওয়ার মাধ্যমে তার চলচ্চিত্রের গানে অভিষেক হয়। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে তার গাওয়া গানগুলো জনপ্রিয়তা লাভ করে। অমর এ নায়কের ঠোঁটে আগুনের গানই সবচেয়ে ভালো মানানসই ছিল। নব্বইয়ের দর্শক থেকে দাপটের সঙ্গে গানের জগতে রয়েছেন এই শিল্পী।

চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি তিনি ১৫টি অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। ২০০০ সাল পর্যন্ত তিনি নিয়মিত অ্যালবামের গানে কণ্ঠ দিলেও পরে তিনি তা কমিয়ে দেন। বর্তমান পর্যন্ত তিনি ৪ হাজারের বেশি গান এবং অভিনয় করেছেন চলচ্চিত্রে ও অসংখ্য নাটকে।

আগুনের অভিনয়ের সূত্রপাত হয় ১৯৯৭ সালে তার বাবা খান আতা পরিচালিত এখনো অনেক রাত চলচ্চিত্রের মাধ্যমে। ২০১২ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে একজন চিত্রশিল্পী চরিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে অভিনয় করেন আনিসুল হক রচিত জননী সাহসিনী উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ৭১ এর মা জননী চলচ্চিত্রে। সর্বশেষ ২০১৫ সালে তিনি সুমন ধর পরিচালিত অমি ও আইস্ক্রিমঅলা চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার ছেলে মিছিলও অভিনয় করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেছেন। ২০০৫ সালে তিনি অজানা সৈকতে নাটক এবং রঙের মানুষ ধারাবাহিক নাটকে অভিনয় করেন। ২০১৩ সালে তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রবাসে পরবাসে ও কুয়াশার ভোর ধারাবাহিক নাটকে অভিনয় করেন। অর্ক মোস্তফা পরিচালিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একুশে টেলিভিশনে প্রচারিত হয়। সকাল আহমেদ পরিচালিত প্রবাসে পরবাসে চ্যানেল আইয়ে প্রচারিত হয়।

আগুনের দুই ছেলে মিছিল ও মশাল। বড় ছেলের বয়স ১৪ বছর আর ছোট ছেলের বয়স চার। বাবার মতো দুই ছেলেও গান ভীষণ পছন্দ করেন।

খান আসিফুর রহমান আগুন