বিজরী বরকতুল্লাহ

Artist
Gender: Female
Profession: Actor
Height: 5 feet 2 inch
Weight: 65 kg
Marital Status: Married
Spouse: Intekhab Dinar
Religion: Islam
বিজরী সুখের ছাড়পত্র নামক নাটকে প্রথম অভিনয় করেন, ১৯৮৮ সালে। এই নাটকটির পরিচালক ছিলেন তা বাবা, মোহাম্মদ বরকতুল্লাহ। তারপর অনেকদিন বিরতীর পর তিনি কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এরপর তিনি মাহফুজ আহমেদের সাথে মেঘ কালো নাটকে অভিনয় করেন, এই নাটকের পরিচালক ছিলেন, আব্দুস সাত্তার। তার উল্লেখযোগ্য কাজ হল, জহির রায়হানের জীবন থেকে নেওয়াচলচ্চিত্রে ভিত্তিতে নির্মিত নাটকে। পাশাপাশি অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।\r\n\r\nবিজরী, ২০১৩ সালের ১৪ই এপ্রিল বাংলাদেশী অভিনেতা ইন্তেখাব দিনারকে বিয়ে করেন,। এর পূর্বে ১৯৯৬-২০১২ সাল পর্যন্ত তার স্বামী ছিলেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। ইমন-বিজরীর একটি কন্যাসন্তান, উর্বানা শওকত।
বিজরী বরকতুল্লাহ