মাহিয়া মাহী
ArtistProfession: Actor
Dob: 1993-10-27
Age: 32
Birthplace: Rajshahi
Height: 5 feet 6 inch
Weight: 56 kg
Measurment: 34B-25-35
Bust: 34B
Waist: 25
Hip: 35
Marital Status: Divorced
Spouse: পারভেজ মাহমুদ অপু
Religion: Islam
Eye Color: Brown
Hair Color: Black
Shoe Size: 8 US
Dress Size: 4 US
Facebook Page: Click here to visit
Instagram: Click here to visit
Twitter: Click here to visit
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit
মাহিয়া মাহী জন্মগ্রহন করেন ১৯৯৩ সালে চাপাইনবাবগঞ্জে। তার বাবার নাম আবু বকর আর মায়ের নাম দিলারা ইয়াসমিন। মাহী উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন শান্তা মারিয়াম ইউনিভারসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি তে ফ্যাশান ডিজাইনিং উপর উচ্চ শিক্ষা নিচ্ছেন।
জাজ মাল্টিমিডিয়ার প্রথম চলচ্চিত্র ভালোবাসার রঙ ছবিতে অভিনয়ের মাধ্যমে মাহিয়া মাহীর চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০১২ সালে। এ ছবির সফলতার পর জাজ ও মাহীর যাত্রা আরো বেগবান হয়। ২০১৩ সালে মাহীর তিনটি সফল ছবি মুক্তি পায়। এ সময় দুটি ঘটনা ঘটে। এক. জাজের উদ্দেগে ডিজিটাল টেকনোলজির ছবিগুলো দর্শক টানতে শুরু করে। ২. মাহিয়া মাহীর চাহিদা দর্শক প্রযোজক পরিচালক সবার কাছে বাড়তে থাকে। কিন্তু জাজের সাথে চুক্তির কারণে মাহী অন্য কোথাও অভিনয় করতে পারছিলো না।
২০১৪ সালেও মাহিয়া মাহীর বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। ২০১৫ সালে রোমিও জুলিয়েট ও বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায়র ছবি মুক্তি পায়। এর পর জাজের সাথে মাহীর দন্দ্ব শুরু হয়। পরের বছর গুলোতে মাহীর ছবি কমতে থাকে। ২০১৭ সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।
এর পর মাহী এফডিসি কেন্দ্রিক কিছু ছবিতে অভিনয় করেন অভিনয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য। ছবি গুলো আশানুরূপ সাফল্য পায়নি।
২০১৯ সালে মাহী নিজেকে নতুন করে প্রস্তুত করেন এবং বেশ কিছু ভালো ছবিতে চুক্তিবদ্ধ হন। এ ছবিগুলোর কাজ শুরুর মাঝে ২০২০ সালে করোনা মহামারী শুরু হয়। থেমে যায় ছবির কাজ।
এর মাঝে একটি অন্তরংগ ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে যদিও মাহী তা নিজের ভিডিও নয় বলে জানিয়েছেন। মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন। ২০২১ সালে এসে তিনি জানান অপুর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে ২ বছর আগে। যদিও অপুর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো আছে। আর দুজনের ভালোর জন্যই দুজনের ইচ্ছেতে এই বিচ্ছেদ।