রিচি সোলায়মান

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1982-01-23
Age: 43
Birthplace: Dhaka
Height: 5 feet 4 inch
Weight: 58 kg
Measurment: 36B-28-38
Bust: 36B
Waist: 28
Hip: 38
Marital Status: Married
Spouse: Rashek Malik
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Brown
Shoe Size: 8 US
Dress Size: 4 US
Facebook Account: Click here to visit
Wikipedia: Click here to visit

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাঁকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

রিচি সোলায়মান জন্মগ্রহণ করেন পাবনায়। তার বাবা এম এম সোলায়মান একজন ব্যবসায়ী। তিনি সেন্ট জুড বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ সম্পন্ন করেন।

বড় পর্দায় তার অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নীরব প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে। 

দুই দশকের অভিনয়জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। এবার তিনি চলচ্চিত্র প্রযোজনার দিকে নজর দিচ্ছেন। 

তার অভিনীত কিছু টেলিভিশন নাটক:

  • আবেগ
  • সোনার ময়না পাখি
  • সুখতারা
  • ফুচকা বিলাস

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত পুলিশ কর্মকর্তা রাসেকুর রহমান মালিকের সঙ্গে রিচির বিয়ে হয়। দুই সন্তানের জননী রিচি। ছেলে রায়ান আর মেয়ে ইলমা।  

রিচি সোলায়মানরিচি সোলায়মান