রেদওয়ান রনি

Artist
Gender: Male
Profession: Director
Dob: 1983-10-20
Age: 42
Birthplace: Pabna
Marital Status: Married
Religion: Islam
Website: Click here to visit
Facebook Account: Click here to visit
Instagram: Click here to visit
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit

রেদওয়ান রনি বাংলাদেশের টিভি নাটকে নির্মাণে এক পরিচিত নাম।  এরই মধ্যে কিছু চলচ্চিত্র নির্মাণ করেও প্রশংসা কুড়িয়েছেন। 

রনি ১৯৮৩ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ রাজীব একজন কলেজ শিক্ষক আর মা রোকেয়া খাতুন একজন স্কুল শিক্ষক। 

রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর দুই বন্ধু রনি এবং রানা ঢাকায় এসে মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল দলের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে হঠাৎ সড়ক দুর্ঘটনায় বন্ধু রানার মৃত্যুতে চরম শোকাহত রেদওয়ান রনি তার প্রায় সকল নির্মানই উৎসর্গ করেন বন্ধু রানাকে।

তিনি ২০১২ সালের ২১ জানুয়ারি আয়েশা প্রেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছোট ও বড় পর্দার নির্মাতা রেদওয়ান রনি ২২ জানুয়ারি ২০১৩ তারিখে বিয়ে করেছেন। রনির স্ত্রী আয়েশা আহমেদ প্রেমা পড়াশুনা করছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে। ২২ জানুয়ারি রাজধানীর অফিসার্স ক্লাবে রনি ও প্রেমার বিয়ের অনুষ্ঠানের আযোজন করা হয়েছে।

বিয়ে প্রসঙ্গে রনি বাংলানিউজকে বলেন, “কয়েক বছর ধরে প্রেম করছি। আগেই ঘোষণা দিয়েছিলাম, আমার পরিচালিত ছবি ‘চোরাবালি’ মুক্তির পরই প্রেমাকে বিয়ে করবো। দুই পরিবারের দোয়ায় আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। ”

মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে তিনি নির্মান প্রক্রিয়ার সাথে যুক্ত হলেও নিজ যোগ্যতার গুণে তিনি তার অবস্থানকে শক্ত করতে সক্ষম হয়েছেন। তার নির্মিত প্রথম টেলিফিল্ম উড়োজাহাজ যা ২০০৬ সালে মুক্তি পায়। ২০১১ সালে নির্মাণ শুরু করেন তার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চোরাবালি। অপরাধ থ্রিলার ধারার এই চলচ্চিত্রটি ২০১২ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি ৫টি বিভাগে বিজয়ী হয়।

রেদওয়ান রনির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম পপর্কন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৪ সালর ১৫ ডিসেম্বর তারিখে তিনি প্রথম বাংলাদেশী অনলাইন টিভি চ্যানেল ‘পপকর্ন লাইভ’ চালু করেন। এই চ্যানেলের মাধ্যমে তার প্রতিষ্ঠান থেকে নির্মিত নাটক টেলিফিল্ম চলচ্চিত্র ইত্যাদি প্রচারের পাশাপাশি অন্যান্যদের নির্মিত অনুষ্ঠানাদিও প্রচার করা হয়।

টেলিভিশনে তার মোট নাটকের সংখ্যা এক পর্ব টিভি ড্রামা, টেলিফিল্ম, ছোট বড় ধারাবাহিক সব মিলিয়ে ১০০\'র বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • হাউসফুল
  • এফএনএফ
  • বহুরুপী হিমু


উল্লেখযোগ্য চলচ্চিত্র

  • চোরাবালি (২০১২)
  • আইসক্রিম (২০১৬)


পুরস্কার ও সম্মাননা

  • শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১২)

রেদওয়ান রনি