শহীদুজ্জামান সেলিম

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1961-01-05
Age: 65
Birthplace: Tangail
Height: 5 feet 5 inch
Marital Status: Married
Spouse: রোসি সিদ্দিকী
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit

শহীদুজ্জামান সেলিম একজন বাংলাদেশী জনপ্রিয় অভিনেতা মডেল ও পরিচালক। তিনি টিভি মঞ্চ বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।  

সেলিমের জন্ম ১৯৬১ সালের ৫ জানুয়ারি। 

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে শহীদুজ্জামান সেলিম যুক্ত হন নাতী আন্দোলনের সাথে। পরে ১৯৮৩ সালে তিনি যোগ দেন ঢাকা থিয়েটারে। এখানে অভিনেতা হিসাবে যোগ দিলেও পরবর্তীতে তিনি নির্দেশনাও নির্দেশনাও দেন। এখনো তিনি অনিয়মিত ভাবে ঢাকা থিয়েটারে কাজ করে যাচ্ছেন। 

বিটিভির জন্য জোনাকি জলে নাটকে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের ছোট পর্দায় অভিষেক ঘটে ১৯৮৯ সালে। অভিনয়ের পাশাপাশি তিনি নির্দেশনাও দিতে শুরু করেন। স্পর্শের বাহিরে, রংছুট তার দুটি প্রশংসিত ছোট পর্দায় নির্দেশনার কাজ। 

‘চোরাবালি’ সিনেমায় প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম। ওই সিনেমায় তার চরিত্রটি ভালই দাগ কেটেছিল দর্শকদের মনে। এরপর আরও কয়েকটি সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ‘চোরাবালি’র চরিত্রটিকে কোনভাবেই ছাড়িয়ে যেতে পারেননি তিনি। নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় এবার নতুন একটি সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করবেন সেলিম।

মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী রোজি সিদ্দিকীকে ১৯৯৩ সালের ১৬  ডিসেম্বর বিয়ে করেন। তাদের সংসারে ২টি মেয়ে সন্তান রয়েছে। 

শহীদুজ্জামান সেলিম