শহীদুল আলম সাচ্চু

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1965-03-13
Age: 60
Birthplace: Magura
Marital Status: Married
Religion: Islam
শহীদুল আলম সাচ্চু বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। মঞ্চ নাটকের মাধ্যমে তার অভিনয়ে আসা। 

সাচ্চু জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে মাগুড়াতে। 

শহীদুল আলম সাচ্চু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দূরত্ব নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। পরে তিনি বসুন্ধরা, মধুমতী, নকআউট প্রভৃতি নাটকে অভিনয় করেন। 

২০০১ সালে নারগিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এই চলচ্চিত্রে খয়বর মোল্লা চরিত্রে অভিনয়ের জন্য ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন। ২০০৩ সালে কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে সাইদুল আনাম টুটুল নির্মিত আধিয়ার-এ অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন ঔপন্যাসিক রাবেয়া খাতুন রচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত মেঘের পর মেঘ চলচ্চিত্রে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত দূরত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প শাস্তি অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত শাস্তি ও জহির রায়হান রচিত হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে সুচন্দা নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেন। 

২০০৬ সালে হুমায়ূন আহমেদ রচিত জনম জনম উপন্যাস অবলম্বনে আবু সাইয়ীদ নির্মিত নিরন্তর একটি অতিথি চরিত্রে এবং বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা চলচ্চিত্রে একজন জমিদার চরিত্রে অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন এনামুল করিম নির্ঝর পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আহা! চলচ্চিত্রে। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ-এ একটি অতিথি চরিত্রে এবং নায়ক রাজ রাজ্জাক পরিচালিত আমি বাঁচতে চাই চলচ্চিত্রে অভিনয় করেন। 

শহীদুল আলম সাচ্চুশহীদুল আলম সাচ্চুশহীদুল আলম সাচ্চু