সুস্মিতা সেন

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1975-11-19
Age: 50
Birthplace: India
Height: 5 feet 9 inch
Weight: 54 kg
Measurment: 33-25-34
Bust: 33
Waist: 25
Hip: 34
Marital Status: Single
Religion: Hinduism
Eye Color: Brown
Hair Color: Black
সুস্মিতা সেন মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স মুকুট জয়ী ভারতের প্রাক্তন মডেল এবং বলিউডের জনপ্রিয় নায়িকা। 

সুস্মিত সেন ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা সুবির সেন ভারতের বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডার। সুস্মিতার মা একজন ব্যবসায়ী। তিনি একজন অলংকার ডিজাইনারও। দুবাইয়ে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। 


সুস্মিতা সেন মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি যখন মিস ইন্ডিয়া পদক জিতেন, ঐশ্বর্য রায় ব্যাকস্ট্যজে কান্নায় ভেংগে পড়ে। সুস্মিতা একই বছর প্রথম ভারতীয় নারী হিসাবে মিস ইউনিভার্স জিতেন। 

সুস্মিতা সেন