শুটিং দেখভাল করতে তিশার উড়াল
News
Performer: Nusrat Imrose Tisha
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অংশের শুটিং শেষ করে এখন অস্ট্রেলিয়ায় শুটিংয়ে ব্যস্ত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশের তাহসান খান, ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকীসহ কয়েকজন শিল্পীকে নিয়ে নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এর কাজ শুরু করেন তিনি। ছবির অন্যতম প্রযোজক তিশারও সেখানে থাকার কথা ছিল। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পরিচালক স্বামীর সঙ্গে সেখানে যাওয়া সম্ভব হয়নি তাঁর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে নিজেদের ছবির দেখভাল করতে এবার অস্ট্রেলিয়া পৌঁছেছেন তিনি।