করোনার দিনগুলিতে প্রেম
Program
Category: TV Fiction
Broadcaster: RTV
Directory: আঁচল
Genre: Drama
Performer: Tawsif Mahbub,সাফা কবির,Siam Ahmed
Youtube: Click here to visit
Broadcaster: RTV
Directory: আঁচল
Genre: Drama
Performer: Tawsif Mahbub,সাফা কবির,Siam Ahmed
Youtube: Click here to visit
শফিকুর রহমান শান্তনুর রচনায় আনিসুর রহমান রাজীবের পরিচালনায় করোনার দিনগুলিতে প্রেম নির্মিত হয় ঈদুল ফিতর ২০২১ এর জন্য। নাটকটি প্রচারিত হয় আরটিভিতে ঈদের প্রথম দিন রাত সোয়া ১১ টায়। করোনার দিনগুলিতে প্রেম নাটকে অভিনয় করেন তৌসিফ মাহবুব, সাফা কবির ও সিয়াম নাসের।
বদমেজাজি সাফা কবিরের সাথে তৌসিফের দেখা হয় শপিং মলে। অনাকাংখিত এক ঘটনার কারণে তাদের মধ্যে দেশ ঝগড়া হয়। এর পর একে একে বহুবার তাদের দেখা হয় এবং যতবারই দেখা হয় একে অন্যকে তাচ্ছিল্য করে। ঘটনা আস্তে আস্তে এমন পর্যায়ে পৌঁছে যে তারা একে অন্যকে খুন করতে চায়। এরই মাঝে আসে করোনা ভাইরাস। এরকমই একটি ঘটনা এগুতে থাকে করোনার দিনগুলিতে প্রেম এর নাটকে।
নাটকটি ইউটিউবে আসে রিসেন্ট প্রেম নামে।