দূরত্বের গুরুত্ব

Program
Category: TV Fiction
Broadcaster: ATN Bangla
Directory: হানিফ সংকেত
Genre: Comedy,Drama
Performer: আজিজুল হাকিম,মীর সাব্বির,চঞ্চল চৌধুরী
Website: Click here to visit
Youtube: Click here to visit

এবারের ঈদে হানিফ সংকেতের বিশেষ নাটক দূরত্বের গুরুত্ব। ফাল্গুন অডিও ভিশনের ব্যানরে নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলাতে। 

প্রতি ঈদে হানিফ সংকেত নিয়ে আসেন একটি নাটক। আর হানিফ সংকেতের নাটক মানে বিনোদনে ভরপুর। কমেডি ধরনের নাটক তৈরী করেন তিনি যাতে বিনোদনের পাশাপাশি থাকে সামাজিক ম্যাসেজ। তৈরিতেও থাকে ভিন্ন নির্মান শৈলী। এবারের ঈদে হানিফ সংকেত দিতে চেয়েছেন করোনা নিয়ে দূরত্বের গুরুত্ব।

ঈদের নাটক হলেও এটি এবারের ঈদে প্রচারিতব্য করোনা নিয়ে সচেতনতামূলক একটি নাটক। পারিবারিক গল্প নিয়ে রচিত হয়েছে এই নাটক। দুটি বাড়িতে পাশাপাশি দুটি পরিবার বসবাস করে। করোনার কারণে লকডাউনে থেকে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। করোনাকালে তাদের এই বিভিন্ন কার্যক্রম নিয়ে এগিয়েছে নাটক দূরত্বের গুরুত্ব। 

নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম , মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, গোলাম ফরিদা ছন্দা, জিনাত শামিম স্বাগতা ও শামিম। 

ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে  নাটক ‘দূরত্বের গুরুত্ব’। এর সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর।

হানিফ সংকেতের এবারের নাটকটি ধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে।