আফজাল শরীফ

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1959-01-01
Age: 66
Birthplace: Dhaka
Marital Status: Married
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit

আফজাল শরীফ একজন জনপ্রিয় কৌতুকাভিনেতা। তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে সমান জনপ্রিয়। 

আফজাল শরীফ জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালে ঢাকাতে। 

১৯৮৪ সালে আরামবাগ গ্ৰুপ থিয়েটারে অভিনয়ের মাধ্যমে আফজাল শরীফ মঞ্চে অভিনয় শুরু করেন। এই দলের হয়ে প্রথম তিনি অভিনয় করেন মীর মোশাররফ হোসেনের ‘জমিদার দর্পণ’ নাটকের মাধ্যমে। এটি নির্দেশনা দিয়েছিলেন মমতাজউদ্দিন আহমেদ। এরপর এই দলের হয়ে ‘ক্ষতবিক্ষত’, ‘মহাপুরুষ’, ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে অভিনয় করেন।  ১৯৯৫ সাল পর্যন্ত তিনি নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেন।

১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টেলিভিশন ধারাবাহিক বহুব্রীহির মাধ্যমে প্রথম ছোট পর্দায় অভিনয় করেন।

গৌতম ঘোষ পরিচালিত ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তবে পদ্মা নদীর মাঝি মুক্তির পূর্বে তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দাঙ্গা ফ্যাসাদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবব্ধ হন। সেই থেকে এখন পর্যন্ত আফজাল শরীফ ৫০০’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘নিঃশ্বাস আমার তুমি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 

তিনি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘মামা-ভাগ্নে’ পর্বে নিয়মিত ভাগ্নে চরিত্রে অভিনয় করেন যাতে মামা চরিত্রে অভিনয় করেন আব্দুল কাদের।

অভিনয়ে আজকের অবস্থান প্রসঙ্গে এবং তার ভালোলাগা নিয়ে আফজাল শরীফ বলেন, ‘আমার ভালোলাগা ভালোবাসা মঞ্চকে ঘিরে। মঞ্চই আমাকে আজকের আফজাল শরীফ হিসেবে গড়ে তুলতে দারুণভাবে সহযোগিতা করেছে। আর এরপর যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন হুমায়ূন স্যার। আর দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের আফজাল শরীফে পরিণত হয়েছি। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’

আফজাল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০-এর দশকের মধ্যভাগে তাহমিনা শরীফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১] এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আফজালের পিতার নাম আলিম মিয়া যিনি একজন ডাক্তার ছিলেন।

আশির দশকের মধ্যভাগের পরে বিয়ে করেন আফজাল শরীফ। স্ত্রীর নাম তাহমিনা শরীফ। মানে টিভি পর্দায় আত্মপ্রকাশের আগেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়ে যায়। এক ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার আফজাল শরীফের। জন্ম ঢাকায়, থাকেন রাজধানীর গাবতলিতে। ছেলে তানজিব শরীফ মিরপুরের বিইউবিটিতে পড়েন আর মেয়ে আফসানা শরীফ লালমাটিয়া মহিলা কলেজে অনার্স করছেন। আফজাল শরীফের বাবা আলিম মিয়া ছিলেন গাবতলী এলাকার একজন ডাক্তার।

চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছিলেন প্রায় পাঁচ শ’ ছবির অভিনেতা আফজাল শরীফ। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকা হয়। আবার অসুস্থ হয়ে পড়েন। তাই প্রাণ  খুলে শুটিং করতে পারছিলেন না তিনি।


আফজাল শরীফের উল্লেখযোগ্য কাজ:

মঞ্চনাটক

  • জমিদার দর্পণ
  • ক্ষত-বিক্ষত
  • সাত ঘাটের কানাকড়ি
  • রাক্ষুসী
  • মহাপুরুষ


টিভি নাটক

  • বহুব্রীহি
  • উন্মেষসহ প্রভৃতি


চলচ্চিত্র

  • পদ্মা নদীর মাঝি
  • দাঙ্গা ফ্যাসাদ
  • আবদার
  • বাংলার বউ
  • নতজানু
  • জামাই শ্বশুরসহ প্রভৃতি

আফজাল শরীফ