বহুব্রীহি

Program
Category: TV Fiction
Genre: Drama
Performer: আবুল হায়াত,আসাদুজ্জামান নূর,আলী যাকের,Afzal Hossain,লাকী ইনাম,Abul Khair,আফজাল শরীফ
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit

হুমায়ন আহমদ তার রচিত ধারাবাহিক নাটক বহুব্রীহি মাধ্যমে পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। নব্বইয়ের দশকে প্রচারিত জনপ্রিয় এই নাটকটি নির্মাণ করেন নওয়াজেশ আলী খান।  

বহুব্রীহি নাটক নিয়ে হুমায়ন আহমেদ বলেন, আমার নাটক এবং সিনেমার গল্পটা আগে লেখি। সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে নাটক বা সিনেমা বানাই। একমাত্র ব্যতিক্রম বহুব্রীহি। আগে নাটক বানিয়ে সেখান থেকে উপন্যাস লেখা।

‘বহুব্রীহি’ নাটকের ‘তুই রাজাকার’ সংলাপটি এক সময়ে মানুষের মুখে মুখে ফিরতো। ‘তুই রাজাকার’ সংলাপটি টিয়ে পাখির মুখ দিয়ে বলানো হয়েছিলো টিভি নাটকে। ‘বহুব্রীহি’ নাটকটি প্রচার হওয়ার পর বলতে গেলে রাজাকারদের প্রতি নতুন করে প্রবল ঘৃণার জন্ম হয়। নাটকটিতে যারাই অভিনয় করেছিলেন, পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

মধ্যবিত্ত পরিবারের কর্তা সোবাহান সাহেব সম্প্রতি ওকালতি থেকে অবসর নিয়েছেন। তার দুই মেয়ে বিলু ও মিলি এবং স্ত্রী মিনুকে নিয়ে সুখের সংসার। আর আছে ফরিদ মামা আর কাজের লোক রহিমার মা ও কাদের। হঠাৎ তিনি দেশের ইলিশ সংকট নিয়ে চিন্তিত হয়ে পড়েন। নদীতে জাটকা ধরা পড়ছে ও বাজারে ইলিশের সংখ্যা কমে যাচ্ছে। তিনি ভাবতে লাগেন, ইলিশ অদূর ভবিষ্যতে একটা জাদুঘরের জিনিস হবে। অনেক চিন্তা ভাবনা পর তিনি এক প্রশাসনিক কর্মকর্তার কাছে গিয়ে সুচিন্তিত মতামত ও যুক্তি উত্থাপন করেন যে বাঙালিকে এক বছরের জন্য ইলিশ মাছ খাওয়া বন্ধ রাখতে হবে। বাঙালির ওই এক বছরের সংযম থেকে বহু বছরের ইলিশ সংস্থান হয়ে যাবে।

বহুব্রীহির পরিবারে সমস্ত পুরুষ চরিত্র আধা-পাগল ধরনের, কিন্তু নারীরা সুস্থ ও স্বাভাবিক।  পরিবারের প্রধান ব্যক্তি সোবহান সাহেব সমাজের যাবতীয় সমস্যা নিয়ে খুবই চিন্তিত, সমস্যার সমাধান নিয়ে সোবহান সাহেবের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমেই গল্প এগিয়ে যেতে থাকে। সোবহান সাহেবের পরিবারে স্ত্রী ও দুই কন্যা ছাড়া ফরিদ নামে তার এক শ্যালক রয়েছে, কিছুটা পাগলাটে চরিত্রের ফরিদ মামার হাস্যকর কিছু কাণ্ড গল্পের গতি বাড়িয়েছে। সেই পরিবারের বাইরে ছোট মেয়ে মিলির প্রেমিকের চরিত্রে মনসুর নামের একজন ডাক্তার ছিলেন, যিনি কিছুটা বোকা ও নার্ভাস প্রকৃতির। এছাড়া সেই বাড়ির ভাড়াটিয়া হিসেবে দুই সন্তান নিয়ে বিপত্নীক যুবক আনিস এসে উপস্থিত হন, যিনি প্রচণ্ড বুদ্ধিমান ও যুক্তিসম্পন্ন একজন মানুষ। 

‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফুন নাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ প্রমুখ। ধারাবাহিকটি বিপুল দর্শক সমাদর লাভ করে, এবং হাসির ধারাবাহিক হিসাবে আজও জনপ্রিয়।

বহুব্রীহি