লাকী ইনাম

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1952-09-06
Age: 72
Birthplace: Comilla
Marital Status: Married
Spouse: Enamul Haque
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit

লাকি ইনাম বাংলাদেশের জনপ্রিয় নাট্য ব্যাক্তিত্ব। এছাড়াও তিনি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান। 

লাকী ইনাম এর জন্ম ১৯৫২ সালে।

তিনি ১৯৭২ সালে \"নাগরিক নাট্য সমুদ্র\" নাট্য দলে যোগ দেন এবং মঞ্চের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।

১৯৮৭ সালে তিনি প্রথম নাটক করেন পিযুষ বন্দ্যোপাধ্যায়ের সাথে। নাটকটির নাম ছিল \"অনুভবে অনুভূতি\"। তার বিখ্যাত কিছু চরিত্র ছিল শরমার \"কণা\", নুরুলদিনের সারাজীবন এ \"আম্বিয়া\", বহুব্রীহিতে \"জনাবা ইশা\", আওময়তে \"বারা বউ\"। তিনি হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় ও কোথাও কেউ নেই নাটকে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। নাট্য অভিনয়ে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

লাকি ইনাম ২৫ সেপ্টেম্বর ২০১৯ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

ইনাম মঞ্চ নাট্য ব্যক্তিত্ব ইনামুল হককে বিয়ে করেছেন। তাদের দুটি মেয়ে রয়েছে তাদের নাম হৃদি হক এবং প্রৈতি হক।

লাকি ইনাম মিডিয়াকে বলেন - সব সময় চাইতাম, যে আমার সঙ্গী হবে তার যেন শিল্প-সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ থাকে। আমি তো বলব এটা মিরাকেল ঘটে গেছে। আর টোটাল পরিবারকে যদি বল তারকা পরিবার তাহলে বলব এটা আমার পরিকল্পনা অনুযায়ীই হয়েছে। আমার ইচ্ছা ছিল, আমার দুটি মেয়ে যতই উচ্চশিক্ষিত হোক না কেন শিল্প-সংস্কৃতি চর্চায় নিজেদের যুক্ত করতে হবে। থিয়েটার যেন তাদের মননে প্রোথিত হয়। এরপর যখন তারা আরও বড় হলো, জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রেও আমার প্ল্যান ছিল। ইচ্ছা ছিল দুজন যেন এমন জীবনসঙ্গী বেছে নেয় যারা ভালো মনের, শিক্ষিত হওয়ার সঙ্গে শিল্প-সংস্কৃতিবোধের হয়। সেই হিসেবে আমার দুই জামাতাকেও সেভাবে পেয়েছি। 

লাকী ইনামলাকী ইনাম