আবুল হায়াত
ArtistProfession: Actor
Dob: 1944-07-09
Age: 81
Birthplace: Murshidabad, India
Marital Status: Married
Spouse: মাহফুজা খাতুন শিরিন
Religion: Islam
Wikipedia: Click here to visit
আবুল হায়াত ১৯৪৪ সালে স্বাধীনতার পূর্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের খ্যাতিনামা অভিনেতা। তিনি ১৯৬৯ সাল থেকে এখন অবদি সফলতার সাথে নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।
আবুল হায়াত ১৯৬২ সালে আই এ পাশ করে বুয়েটে এ ভর্তি হন। বুয়েট থেকে ১৯৬৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকা ওয়াসার প্রকৌশলী হিসাবে যোগ দেন।
১৯৬৯ সালে আবুল হায়াত ইডিপাস নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন। এর পর একে একে ৫০০ এরও অধিক নাটকে অভিনয় করেছেন। সে তরুণদের মাঝে বাবুল বকশি নামে পরিচিত। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। \'মিসির আলি\' তার একটি স্মরণীয় চরিত্র।
১৯৭০ সালে আবুল হায়াতের সঙ্গে বিয়ে হয় তার মেজ বোনের ননদ “মাহফুজা খাতুন শিরিনের” সঙ্গে। ১৯৭১ সালের ২৩ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াতের। ছয় বছর পর জন্ম নেয় নাতাশা।
আবুল হায়াত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ :
- ২০১৬ অজ্ঞাতনামা
- ২০১০ গহীনে শব্দ
- ২০০৯ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
- ২০০৭ দারুচিনি দ্বীপ
- ২০০৪ জয়যাত্রা
- ১৯৯৫ আগুনের পরশমণি
- ১৯৯৫ স্বপ্নের ঠিকানা
- ১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত
- ১৯৭৩ তিতাস একটি নদীর নাম
- ১৯৭২ অরুণোদয়ের অগ্নিসাক্ষী
১৯৯১ সালের বই মেলায় আবুল হায়াতের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল আপ্লুত মরু। এরই ধারাবাহিকতায় একে একে বের হয়-
- নির্ঝর সন্নিকট
- এসো নীপো বনে (তিন খ-)
- অচেনা তারা
- জীবন খাতার ফুট নোট (দুই খ-) ও
- জিম্মি।
- এসো নীপবনে (২০২০)
- ঢাকামি (২০২০)
- জীবন খাতার ফুটনোট (২০২০)
- মিতুর গল্প (২০২০)