আসাদুজ্জামান নূর

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1946-10-31
Age: 78
Birthplace: Nilphamari
Marital Status: Married
Spouse: শাহীন আক্তার
Religion: Islam

আসাদুজ্জামান নূর ১৯৪৬ সালে নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু নাজেম মোহাম্মদ আলী ও মাতা আমিনা বেগম। আসাদুজ্জামান নূর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

নূর বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ।  তার অভিনয় জীবন শুরু হয় ১৯৭২ সালে মঞ্চদল \"নাগরিক\" নাট্য সম্প্রদায়ের সাথে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। এই দলের দুটি নাটকের নির্দেশনা প্রদান করেছেন, যার মধ্যে দেওয়ান গাজীর কিসসা বহুল জনপ্রিয়তা লাভ করেন। 

মঞ্চনাটকের বাহিরে আসাদুজ্জামান নূর ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় নাটক  যেমন এইসব দিনরাত্রি (১৯৮৫), অয়োময় (১৯৮৮), কোথাও কেউ নেই (১৯৯০), আজ রবিবার (১৯৯৯) ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড (১৯৯৯) এ তার অভিনয় ছিল অনবদ্য। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল কারাগার (১৯৯২) ও আগুনের পরশমণি (১৯৯৪)।

সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন আসাদুজ্জামান নূর। ১৯৬৫ সালে তিনি নীলফামারী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবার পর ১২ই জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।


আসাদুজ্জামান নূরের উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ: 

  • ১৯৮৪ হুলিয়া
  • ১৯৮৬ দহন
  • ১৯৯২ শঙ্খনীল কারাগার
  • ১৯৯৪ আগুনের পরশমণি
  • ২০০৩ চন্দ্রকথা সরকার
  • ২০০৭ দারুচিনি দ্বীপ
  • ২০০৭       নয় নম্বর বিপদ সংকেত
  • ২০১২ ঘেটুপুত্র কমলা
  • ২০১৫ সুতপার ঠিকানা


তার উল্লেখযোগ্য নাটকসমূহ:

  • ১৯৬১ নক্ষত্রের রাত
  • ১৯৮৮ বহুব্রীহি
  • ১৯৮৮      এইসব দিনরাত্রি
  • ১৯৮৮      অয়োময়
  • ১৯৯০ কোথাও কেউ নেই
  • ১৯৯২ প্রিয় পদরেখা
  • ১৯৯২       আজ আমাদের ছুটি
  • ১৯৯৪ হিমু মোবিন / হিমু
  • ১৯৯৭ নিমফুল
  • ১৯৯৭       ঘটনা সামান্য
  • ১৯৯৯ সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড
  • ১৯৯৯       আজ রবিবার
  • ২০১০ বিশ্বাস
  • ২০১৭ হোটেল অ্যালবাট্রস

আসাদুজ্জামান নূরবাঘবন্দী-দ্য মাইন্ড গেমকোথাও কেউ নেইআসাদুজ্জামান নূর