এইসব দিনরাত্রি
ProgramGenre: Drama
Performer: ডলি জহুর,আসাদুজ্জামান নূর,বুলবুল আহমেদ,Khaled Khan,Dilara Zaman,Enamul Haque
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit
এইসব দিনরাত্রি হুমাযুন আহমেদের লেখা এবং মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিটিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটক। ঢাকা শহরের এক মধ্যবিত্ত পরিবারের কাহিনী নিয়ে ১৯৮৫ সালে নাটকটি নির্মিত ও প্রচারিত হয়।
এইসব দিনরাত্রি তৈরী হয় একটি মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ ভালোবাসা, বিয়ে মৃত্যু নিয়ে। এই নাটকে টুনি নাম ছোট্ট এক মেয়ে থাকে যে কিনা লিউকেমিয়ায় আক্রান্ত। নাটকটি শেষ হয় মেয়েটির মৃত্যু দিয়ে। তখন বেশ আলোচিৎ হয় গল্পটি। এই নাটক চলাকালে খালি হয়ে জেট শহরের রাস্তা। দর্শকরা আবেদন করেছিলো টুনি চরিত্রটিকে বাঁচিয়ে রাখতে। কিন্তু লেখক হুমায়ুন আহমেদ তার সিদ্ধান্তে অটল থাকে।
একটা মধ্যবিত্ত যৌথ পরিবারের দৈনন্দিন জীবনে যেসব ঘটনা ঘটে থাকে সেসব ঘটনা নিয়েই নাটকের কাহিনী। সেই পরিবারে দুই ছেলে এক মেয়ে থাকলেও মূলত বড় ছেলে সফিক ও তার স্ত্রী নীলুই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র। সফিক গম্ভীর প্রকৃতির এক মানুষ, পুরো পরিবারের দায়িত্ব সামলানোর চাপে কিছুটা পর্যুদস্ত। নীলু বুদ্ধিমতী, শান্ত স্বভাবের মেয়ে, পরিবারে নানা অশান্তি থাকা সত্ত্বেও সবকিছু সুন্দরভাবে সামলে নেওয়ার সহজাত ক্ষমতা তার আছে। তাদের একমাত্র সন্তান টুনি, দৈনন্দিন জীবনে নানা টানাপোড়েন সত্ত্বেও প্রতিদিনকার জীবন যুদ্ধে তাদের এগিয়ে যেতে হয়। সেই পরিবারেরই ছোট ছেলে রফিক, স্বভাবে সফিকের বিপরীত মেরুর এই রফিকের দায়িত্বজ্ঞানটাও কিছুটা কম। এ কারণেই চাকরি না থাকা সত্ত্বেও হুট করে বিশাল বড়লোকের এক মেয়ে শারমিনকে বিয়ে করে বাড়িতে উপস্থিত হয় রফিক। তবে কিছুটা গম্ভীর সময়ে রফিক চরিত্রটি দমকা হাওয়ার মতোই কাজ করেছে, যখনই সে পর্দায় এসেছে তখন তার সাধারণ সংলাপগুলোও দর্শককে হাসতে বাধ্য করেছে। পরিবারের একমাত্র মেয়ে শাহানা, কিছুটা বোকা প্রকৃতির এই মেয়ের জীবনেও আছে নানা গল্প। পরিবারের বাবা-মা চরিত্র দুটি মুদ্রার দুই ভিন্ন পিঠ, একজন সব বিষয়েই চ্যাঁচামেচি করেই যাচ্ছেন অন্যজন সব বিষয়েই কিছুটা নির্লিপ্ত। এই মানুষগুলোর দৈনন্দিন জীবনের গল্পই হচ্ছে এইসব দিনরাত্রি।
টুনি চরিত্রে অভিনয় করা নায়ার সুলতানার সত্যিকারের মৃত্যু হয় রহস্যজনক ভাবে। ৩৫ বছর বয়সে ২০১৪ সালে তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্ম্যহত্যা বলে ধারণা করে হয়।
এইসব দিনরাত্রি ধারাবাহিক নাটকে অভিনয় করেন বুল্বুল আহমেদ , ইনামুল হক, ডলি জহুর, খালেদ খান, লুৎফুর নাহার লতা , আসাদুজ্জামান নূর, দিলারা জামান সহ অনেকে।
৩৫ বছর পর ২০২০ সালে করোনার সময় বিটিভি নাটকটি পুনঃপ্রচার করে।