ডলি জহুর

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1953-07-17
Age: 71
Birthplace: Dhaka
Marital Status: Married
Spouse: জহুরুল ইসলাম
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Website: Click here to visit
Wikipedia: Click here to visit

ডলি জহুর বাংলাদেশী মিডিয়ার একজন কিংবদন্তি অভিনেত্রী। তিনি একাধারে মঞ্চ, বেতার, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। 

ডলি জহুরের জন্ম ১৯৫৩ সালে ঢাকার গ্রিন রোডে।  সেখানেই তিনি বেড়ে উঠেন। পড়শোনা যথাক্রমে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছেন আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ে, ইডেন কলেজ থেকে এইচএসসি এবং সমাজবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পড়ালেখা চলাকালে তিনি অভিনয়ের সাথে যুক্ত হন। 

১৯৭৪-৭৫ সালে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে প্রথম অভিনয় করেন ডলি জহুর। সেই সূত্রে তিনি নাট্যচক্রে যুক্ত হন এবং মঞ্চে অভিনয় শুরু করেন। এর পর তিনি নাট্যচক্র, কথক নাট্যগোষ্ঠীম বাংলা থিয়েটার সহ একাধিক নাট্য সংগঠনের সাথে কাজ করেন। তার অভিনীত মঞ্চ নাটকগুলোর সাথে লেট দেয়ার বি লাইট, প্রাগৈতিহাসিক, মানুষ, অনুস্বারের পালা, ইবলিশ, ময়ূর সিংহাসন উল্লেখযোগ্য। 

তারপর তিনি টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। টেলিভিশনের জন্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম নাটক এইসব দিনরাত্রি (১৯৮৫) এ অভিনয় করেন। নাটকটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান। 

ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র অসাধারণ।[৭] তিনি হুমায়ূন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র (১৯৯২) এবং হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারে ডলি জহুর ১৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দুবার জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এ অভিনেত্রী। ​২০১২ সাল থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেন। 

ডলি জহুর ১৯৭৬ সালের ৫ নভেম্বর জহুরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জহুরুল ইসলাম ছিলেন একজন অভিনেতা। বিয়ের নয় বছর পর তাদের একমাত্র পুত্র রিয়াসাত জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১০ নভেম্বর ডলির স্বামী জহুরুল মৃত্যুবরণ করেন। 

তার একমাত্র ছেলে রিয়াসত আজিম স্বস্ত্রীক অস্ট্রেলিয়া থাকেন। তিনি ওখানে শিক্ষকতা করেন। ছেলের সঙ্গেই বছরের বেশিরভাগ সময় কাটে ডলি জহুরের। কালেভদ্রে দেশে আসেন। সবার সঙ্গে দেখা করেন। কিন্তু নাটকে কাজ করতে খুব একটা দেখা যায় না

ডলি জহুর