আলী যাকের
ArtistProfession: Actor
Dob: 1944-11-06
Age: 81
Birthplace: Brahmanbaria
Marital Status: Married
Spouse: Sara Zaker
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit
আলী যাকের বাংলাদেশী মিডিয়ার শক্তিমান অভিনেতা। তিনি একাধারে একজন টিভি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, ব্যবসায়ী, কলামিষ্ট। বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের একজন কর্ণধার তিনি।
আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালে চট্টগ্রাম জেলার রতনপুর ইউনিয়নে। তার বাবা মাহমুদ তাহের, মা রাজিয়া তাহের। বাবা সরকারি চাকরির সুবাধে তার শৈশব কাটে কুষ্টিয়া ও মাদারীপুরে। চার সন্তানের মধ্যে তিনি তৃতীয় সন্তান।
আলি যাকের ১৯৬০ সালে সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ সময় তিনি ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন।
অনার্স শেষ করে দাদার সাথে তিনি চোলে যান করাচি। ১৯৬৭ সালে করাচি গিয়ে ১৯৬৯ সালে ঢাকায় ফিরলেন। দেশে ফিরে এশিয়াটিকে চাকরি করছিলেন। সারা দেশ তখন উত্তাল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে গেলেন। ঢাকায় ফিরে দায়িত্ত্ব নিলেন এশিয়াটিকের। আলী যাকের বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি-র কর্ণধার ছিলেন।
আলী যাকেরের অভিনয় শুরু হয় মঞ্চ নাটকে ১৯৭২ সালে অরণ্যক নাট্যদলের হয়ে। সেখানে তিনি মামুনুর রশিদের নির্দেশনায় মুনির চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৭২ সালের জুন মাসে তিনি নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। এখানে তিনি বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, বাকি ইতিহাস সহ আরো কিছু নাটকে অভিনয় করেন।
১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন সারা যাকের। একজন অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলে সারা যাকেরকে দেওয়া হয় চরিত্রটিতে অভিনয় করতে। আলী যাকেরের ওপর দায়িত্ব পড়ে চরিত্রটার জন্য তাকে তৈরি করার এবং খুব দ্রুত চরিত্রটির সাথে নিজেকে মানিয়ে নেন সারা যাকের। এই প্রতিভায় মুগ্ধ হয়ে যান আলী যাকের। ১৯৭৭ সালের এই ঘটনার রেশ ধরেই আলী যাকের আর সারা যাকেরের বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান, পুত্র অভিনেতা ইরেশ যাকের ও কন্যা শ্রিয়া সর্বজয়া।
আলী যাকের ক্যান্সারে আক্রান্ত হন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি ২০২০ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
আলী যাকের শিল্পকলা একাডেমী পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।
আলী যাকেরের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র:
- আগামী (১৯৮৬)
- নদীর নাম মধুমতী (১৯৯৬)
- লালসালু (২০০১)
- রাবেয়া (২০০৮)
আলী যাকেরের অভিনীত উল্লেখযোগ্য টিভি ধারাবাহিক নাটক:
- বহুব্রীহি (১৯৮৮)
- আজ রবিবার (১৯৯৯)
আলী যাকেরের অভিনীত উল্লেখযোগ্য টিভি একক নাটক:
- একদিন হঠাৎ (১৯৮৬)
- নীতু তোমাকে ভালোবাসি
- পাথর সময়
- অচিনবৃক্ষ
- আইসক্রিম
- পান্ডুলিপি
- গণি মিয়ার পাথর