জাকিয়া বারী মম

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1985-12-19
Age: 40
Birthplace: ব্রাহ্মণবাড়িয়া
Height: 5 feet 5 inch
Weight: 53 kg
Measurment: 34B-24-36
Bust: 34B
Waist: 24
Hip: 36
Marital Status: Married
Spouse: ইজাজ মুন্না
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Shoe Size: 7 US
Facebook Account: Click here to visit
Wikipedia: Click here to visit

জাকিয়া বারী মম বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। 

মমর জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে ১৯৮৫ সালে। সেখানেই কাটে তার শৈশব। তার বাবা মজিবুল বারী ও মা আয়েশা আক্তার। ছোট বেলা থেকেই মমর সাংকৃতিক অঙ্গনে পদচারনা। ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে নাচ শিখেন কবিরুল ইসলাম রতনের কাছে। নতুন কুড়িতে অংশগ্রহণের মাধ্যমে সেই ১৯৯৫ সাল থেকে তার টিভি মিডিয়ায় পদচারণা। পুরুস্কারও জিতেন নতুন কুড়িতে। 


  • শিক্ষা: নাট্যতত্ত্ব , জাহাঙ্গীর নগর বিশবিদ্যালয় 
  • শখ: জিম, ড্রাইভিং 
  • প্রিয় খাবার: ইলিশ মাছ , ভাত 
  • প্রিয় অভিনেতা: শাকিব খান, ফেরদৌস আহমেদ 
  • প্রিয় অভিনেত্রী: জয়া আহসান 
  • প্রিয় রং: লাল, নীল 


তারও  ১১ বছর পর ২০০৬ সালে জাকিয়া বারী মম লাক্স চ্যানেল আই সৌন্দর্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন। পরের বছর ২০০৭ সালে তৌকির আহমেদের পরিচালনায় দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে জরি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এর পর মমর শুরু হয় নাটক ও বিজ্ঞাপনে সাবলীল পদচারণা। 

মম ২০১০ সালের ৩১ মার্চ চিত্রনাট্যকার এজাজ মুন্নাকে বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ এই দম্পতির একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করে। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১৫ সালের ২০ নভেম্বর তিনি চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।   


মমর অভিনীত উল্লেখযোগ্য নাটকসমূহ: 

  • স্বর্ণমায়া
  • বিবর
  • নীড়
  • একটি স্যুটকেস এবং (২০১২)
  • নীল প্রজাপতি (২০১৩)
  • লুকোচুরি (২০১৩)
  • নীলপরী নীলাঞ্জনা (২০১৩)
  • এক্লিপস (২০১৩)
  • মায়ের জন্য (২০১৩)
  • মেয়েটি কথা বলবে প্রেম করিবে না (২০১৩)
  • রঙতুলি (২০১৩)
  • ছাপাখানায় একটা ভুত থাকে (২০১৩)
  • শুধু একটা মিনিট (২০১৩)
  • ফুচকা (২০১৩)
  • পদ্মবিবির পালা (২০১৪)
  • ছায়াসঙ্গী (২০১৫)
  • ফাল্গুনে ভালবাসা বৈশাখে প্রেম
  • ফুলমতি (২০১৬)
  • আশার আলো (২০১৬)
  • হলুদ বসন্ত (২০১৬)
  • নীল দুপুর (২০১৬)
  • আবর্ত (২০১৬)
  • এখন আর রূপকথা হয় না (২০১৬)
  • অতঃপর বেলী (২০১৮)
  • ধারাবাহিক নাটক
  • ভালবাসার চতুষ্কোণ (২০১৩)
  • দ্বিতীয় কুসুম (২০১৫)


মমর উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ :

  • দারুচিনি দ্বীপ (২০০৮)
  • শেষ পর্যন্ত (২০১৫)
  • ছুঁয়ে দিলে মন (২০১৬)
  • শেষ পর্যন্ত (২০১৯)

জাকিয়া বারী মমজাকিয়া বারী মমজাকিয়া বারী মমজাকিয়া বারী মমজাকিয়া বারী মমস্বাদে-আহ্লাদে