স্বাদে-আহ্লাদে
ProgramBroadcaster: Maasranga TV
Genre: Drama,Adventure
Performer: জাকিয়া বারী মম,এফ এস নাঈম
Website: Click here to visit
স্বাদে-আহ্লাদে ঈদুল ফিতর ২০২০ এর জন্য নির্মিত একক নাটক। যারযিস আহমেদের রচনায় সুব্রত সঞ্জীবের পরিচালনায় নাটকটি প্রচারিত হয় মাছরাঙা টেলিভিশনে। নাটকটি প্রযোজনা করেন সাগর রানা।
স্বাদে-আহ্লাদে নাটকে সঞ্চিতা চরিত্রে অভিনয় করেন জাকিয়া বারী মম। বেশ সাংসারিক মেয়ে সঞ্চিতা। বেশ ভালো রান্না বান্না করে। তার মা একজন চাকরিজীবী। এই বয়সেও চাকরি করে সংসারের গ্লানি টানতে হচ্ছে এটা সঞ্চিতার পছন্দ না। তাই সে একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে চাকরির জন্য। কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা।
সঞ্চিতার একমাত্র ছোটবোন আধুনিক মনা, ছন্নছাড়া , ভোজনরসিক। সঞ্চিতার রান্না তার কাছে অমৃতের মতো লাগে। তারই অনুপ্রেরণায় সঞ্চিতা শুরু করে খাবারের হোম ডেলিভারি অনলাইন সার্ভিস। শুরুতে অনেক সমস্যায় পড়লেও আস্তে আস্তে ব্যবসা গুছিয়ে নেয় সঞ্চিতা। ব্যবসার প্রয়োজনে পরিচয় হয় অনেকের সাথে। এভাবেই পরিচয় হয় ধ্রুবর সাথে। তার পর প্রেম এবং বিয়ে। এভাবেই এগিয়ে যায় নাটক স্বাদে-আহ্লাদে।
স্বাদে-আহ্লাদে নাটকে অভিনয় করে জাকিয়া বারী মম, এফ এস নাঈম, খায়রুল আলম, পাপিয়া জেসমিন, সুলাইমা জান্নাত শিফা, মনির জামান, সজীব প্রমুখ।