সুবর্ণা মোস্তফা
ArtistProfession: Actor
Dob: 1960-12-02
Age: 65
Birthplace: Jhalokati
Height: 5 feet 5 inch
Weight: 58 kg
Measurment: 36D-28-38
Bust: 36D
Waist: 28
Hip: 38
Marital Status: Married
Spouse: Badrul Anam Saud
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Shoe Size: 6 US
Facebook Account: Click here to visit
Twitter: Click here to visit
Wikipedia: Click here to visit
সুবর্ণা মোস্তফা আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের বাহিরে তিনি একজন প্রযোজক ও সংসদ সদস্য।
সুবর্ণা মোস্তফার জন্ম ১৯৬০ সালে ঢাকাতে। তার বাবার ঝালকাঠি জেলায়। তার বাবা গোলাম মোস্তফা একজন সুনামধন্য অভিনেতা ও আবৃত্তিকার। তার মাতা হোসনে আরা পাকিস্তান রেডিওতে প্রযোজনার দায়িত্বে ছিলেন।
মায়ের সহায়তায় মাত্র ৫/৬ বছর বয়সে বেতার নাটকে কাজ করেন। নবম শ্রেণীতে পড়াকালীন তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন।
১৯৭০ সালে সুবর্ণা ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হন। ১৯৮০ সালে ঘুড্ডি ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নয়নের আলো (১৯৮৪) ছবিতে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল।
তিনি আজাদ আবুল কালাম রচিত ও আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ডলস হাউজ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। এটি সৌদ পরিচালিত ও সুবর্ণা অভিনীত প্রথম ধারাবাহিক। ২০১৮ সালে বিজয় দিবস উপলক্ষ্যে বিটিভির বিশেষ অনুষ্ঠান আনে মুক্তি আলো আনে উপস্থাপনা করেন এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিশেষ টেলিভিশন নাটক অপেক্ষা-এ অভিনয় করেন।
সুবর্ণা অভিনেতা হুমায়ুন ফরীদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২২ বছর সংসার করার পর ২০০৮ সালে ফরীদির সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি বদরুল আনাম সৌদকে বিয়ে করেন।