অঞ্জু ঘোষ
ArtistProfession: Actor
Dob: 1966-09-17
Age: 59
Birthplace: Faridpur
Height: 5 feet 4 inch
Weight: 68 kg
Marital Status: Married
অঞ্জু ঘোষ বাংলাদেশী ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তার জন্ম ফরিদপুরের ভাঙ্গাতে।
৭০ দশকে মডেলিং এর মাধ্যমে মিডিয়াতে আসেন। অঞ্জু ঘোষ এর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় ১৯৮২ সালে এফ কবির পরিচালিত সওদাগর ছবির মাধ্যমে। ছবিটি তখন তেমন সফলতা পায়নি। প্রায় ৫০টির মোট ছবিতে তিনি অভিনয় করেন। চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন বাংলাদেশ থেকে রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, ও ওয়াসিম আর ভারতে রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী , প্রসেনজিৎ চক্রবর্তী প্রমুখ। অঞ্জু ঘোষ এর সবচেয়ে সফল চলচ্চিত্র বেদের মেয়ে জোছনা যা মুক্তি পায় ১৯৮৯ সালে। এর পরই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। বিশেষ করে গ্রাম্য মেয়ের আবেদনময়ী চরিত্রেও জন্য তখনকার তরুণদের মনে ঝড় তুলতে শুরু করেন।
অঞ্জু ঘোষ ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। এর পর ২০১৮ সালে তিনি বাংলাদেশের ছবি মধুর ক্যান্টিন এর মাধ্যমে আবার বাংলাদেশী ছবিতে অভিনয় শুরু করেন।
অঞ্জু ঘোষ ১৯৯০ সালে একটি মিউজিক এলব্যাম প্রকাশ করেন মালিক ছাড়া চিঠি নামে যাতে ১২টি গান ছিল।
অঞ্জু ঘোষ এর উল্লেখ্যযোগ্য ছবি:
১৯৮২ - বড় ভালো লোক ছিল
১৯৮৪ - চন্দন দ্বীপের রাজকন্যা
১৯৮৯ - বেদের মেয়ে জোছনা
১৯৯২ - বেদেনীর প্রেম
১৯৯২ - গাড়িয়াল ভাই
১৯৯৩ - কুমারী মা
১৯৯৩ - রাজার মেয়ে পারুল
২০০০ - গরিবের সংসার