পরী মনি

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1992-10-24
Age: 33
Birthplace: Jessor
Height: 5 feet 5 inch
Weight: 53 kg
Measurment: 33B-25-34
Bust: 33B
Waist: 25
Hip: 34
Marital Status: Married
Spouse: কামরুজ্জামান রনি
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Facebook Page: Click here to visit
Instagram: Click here to visit
Wikipedia: Click here to visit

পরী মনি বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী। কোন ছবি মুক্তির আগেই ২৩ টি ছবিতে চুক্তি বদ্ধ হয়ে হৈ চৈ ফেলা দেয়া নায়িকা পরী মনি। 

আসল নাম তার শামসুন্নাহার স্মৃতি। জন্ম খুলনার সাতক্ষীরা জেলায় ১৯৯২ সালে। ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তাঁর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। এইচ এস সি পাশ করার পরই তিনি বিনোদন জগতে ঢুকে পড়েন। 

পরীমনির মিডিয়ায় কাজ শুরু মডেলিং এর মাধ্যমে। একটি জুয়েলারি ব্র্যান্ডের মডেল হয়ে বেশ পরিচিতি লাভ করেন। মডেলিং এর বাহিরে তিনি নৃত্যানুষ্ঠানে ও নাটকে অভিনয় করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি।

চলচ্চিত্রে আগমনের শুরু থেকে তিনি ছিলেন আলোচিত। ২০১৫ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র হলেও তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত, এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, এবং মালেক আফসারীর অন্তর জ্বালা।, গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল, ইনোসেন্ট লাভ, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ, এবং বুকের মাঝে প্রেমের আগুন। মাত্র ৫ বছরে তিনি ৩০ টিরও অধিক ছবিতে অভিনয় করেন। 

সাংবাদিক তামিম হাসানের সাথে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার বাগদান সম্পন্ন হয়। পরবর্তিতে আর তাদের বিয়ে হয়নি। ২০২০ সালের ৯ মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। 

পরী মনির শখ শপিং করা আর ঘুরে বেড়ানো। 

পরী মনিপরী মনিপরী মনিপরী মনিপরী মনিপরী মনি