বন্যা মির্জা
ArtistProfession: Actor
Dob: 1975-09-09
Age: 50
Birthplace: Khustia
Height: 5 feet 5 inch
Marital Status: Married
Spouse: Dr Manosh Chowdhury
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit
বন্যা মির্জা একজন বাংলাদেশী মঞ্চ ও টিভি অভিনেত্রী। কিছু চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন।
বন্যা মির্জা কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মির্জা ফারুক, একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক, তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা। বন্যা কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে ঢাকাতে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
উচ্চ শিক্ষা গ্রহণের পর তিনি ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন। বন্যা ১৯৯২ সালে দেশ নাটক থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তার মঞ্চ অভিনয় জীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করেন। সাইদুল আনাম টুটুলের পরিচালনায় সুখের নোঙ্গর নাটক দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু হয়। বর্তমানে তিনি একটি নিউজ মিডিয়ার হেড অব মার্কেটিং হিসাবে কাজ করছেন।
তিনি বাংলাদেশী টিভি চ্যানেলগুলিতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন।
বন্যার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক:
- রঙের মানুষ
- ভবের হাট
- চলচ্চিত্র
বন্যার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ:
- হেডমাস্টার (২০১৪)
- শরৎ ৭১
- রাবেয়া
- খ-চিত্র ৭১
- পিতা