মেহজাবিন চৌধুরী
ArtistProfession: Actor
Dob: 1991-04-19
Age: 34
Birthplace: Chattogram
Height: 5 feet 3 inch
Weight: 48 kg
Measurment: 34B-23-35
Bust: 34B
Waist: 23
Hip: 35
Marital Status: Single
Religion: Islam
Eye Color: Brown
Hair Color: Brown
Shoe Size: 7 US
Website: Click here to visit
Facebook Page: Click here to visit
Instagram: Click here to visit
Twitter: Click here to visit
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit
মেহজাবিন চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী। তিনি সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল এই সুপারষ্টার বিজয়ী।
মেহজাবিনের জন্ম ১৯৯১ সালে চট্টগ্রামে। তার শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতে। ও লেভেল শেষ করে তিনি লাক্স সুপারস্টারে অংশগ্রহণ করেন। অতঃপর শান্ত মরিয়ামে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়ালেখা করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনিই সবার বড়।
মেহজাবিন লাক্স চ্যানেল এই সুপারষ্টার চ্যাম্পিয়ান হন ২০০৯ সালে। প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমির তুমি থাকে সিন্ধুপারে। এর পর তিনি বহু নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে প্রায় একশো নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। এর মধ্যে মিজানুর রহমান আরিয়ানে বড় ছেলে নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন। নাটকটি ২০১৭ সালে ঈদ উল আজহার জন্য তৈরী করা হয়। এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করে অপূর্ব।
নাটক ছাড়াও মেহ্জাবিন বাংলালিংক, লাক্স ও এলিট মেহেদী ইত্যাদি ব্র্যান্ডের মডেল হয়েছেন।