মৌসুমি
ArtistProfession: Actor
Dob: 1973-11-03
Age: 52
Birthplace: Khulna
Height: 5 feet 6 inch
Weight: 65 kg
Measurment: 36B-25-36
Bust: 36B
Waist: 25
Hip: 36
Marital Status: Married
Spouse: Omar Sani
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
মৌসুমী বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করছেন।
মৌসুমীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। জন্ম ১৯৭৩ সালে খুলনাতে। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন। এর পর তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।
মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ। দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র। এ বছর আরও অভিনয় করেন মৌসুমী ও ওমর সানির বিপরীতে দোলা ছায়াছবিতে। প্রথম বছরই তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে।
কেয়ামত থেকে কেয়ামত এর পর মৌসুমী সালমানের সাথে অন্তরে অন্তরে, স্নেহ ও দেনমোহর এই তিন ছবিতে অভিনয় করেন। জনপ্রিয় ঝুটি হওয়া সত্ত্বেও এর পর এই ঝুটি আর কোন ছবি করেননি। এর পর মৌসুমী ঝুটি বাঁধেন বর্তমান স্বামী ওমরসানী সাথে। তাদের প্রথম ছবি দোলা, যা দর্শকপ্রিয়তা পায়।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। ২০১৬ সালে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর নির্দেশনায় মেঘের আড়ালে টেলিফিল্মে অভিনয় করেন। এতে প্রথম বারের মত একসাথে টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী ও রিয়াজ।
মৌসুমী ১৯৯৬ সালে গরীবের রানী ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান। চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন। একই বছর এই প্রতিষ্ঠান থেকে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সুখের ঘরে দুখের আগুন ও মনতাজুর রহমান আকবর পরিচালনায় বউয়ের সম্মান (আমার বউ) ছায়াছবি প্রযোজনা করেন।
২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন মেহের নিগার। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করছেন।
মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইজা (মেয়ে) নামের ২টি সন্তান রয়েছে।