সালমান শাহ

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1971-09-19
Age: 54
Birthplace: Sylhet
Height: 5 feet 7 inch
Marital Status: Married
Spouse: Samira Huq
Religion: Islam

সালমান শাহ নব্বই দশকের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বাংলা ছবির নায়ক। অভিনয় আর মডেলিং এর মাধ্যমে তিনি অতি অল্প সময়ের মানুষের মন জয় করে নিয়েছেন। 

সালমান শাহ এর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।  জন্ম ১৯৭১ সালে সিলেটে। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। সালমান পড়াশুনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন। ১৯৮৭ সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম. পাস করেন।

সালমান ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। অতঃপর তিনি দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী সহ বেশ কিছু একক নাটক এবং পাথর সময় ও ইতিকথা ধারাবাহিকে অভিনয় করেন। 

সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন সালমান শাহ।  এ ছবিতে সালমানের বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করেন নবাগতা মৌসুমী। সালমান এর পর মৌসুমীর সাথে অন্তরে অন্তরে , স্নেহ ও দেনমোহর এই তিন ছবিতে অভিনয় করেন। এর পর সালমান মৌসুমীর সাথে আর কোন ছবিতে অভিনয় করেননি। 

সালমানের দ্বিতীয় চলচ্চিত্র তুমি আমার যাতে তিনি নায়িকা হিসাবে পান শাবনূরকে। শাবনূরের সাথে সালমান ঝুটি বেঁধে অভিনয় করেন ১৪টি ছবিতে। সবকটি সুপারহিট। 

সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। কথিত আছে স্ত্রী সামিরার আপত্তির কারণে সালমান মৌসুমীর সাথে অভিনয় করা ছেড়ে দেন। শাবনূরের সাথে অভিনয় করা নিয়েও তাদের সংসারে অশান্তি ছিল। 

সালমান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় ফ্যানে ঝুলে মারা যান।  ময়না তদন্তে এটিকে আত্মহত্যা বলে হয় যদিও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। 

সালমান শাহকেয়ামত থেকে কেয়ামতকেয়ামত থেকে কেয়ামতসালমান শাহ