চঞ্চল চৌধুরীর ছেলে আয়নাবাজির ক্যামেরাম্যান

News
Performer: মাসুমা রহমান নাবিলা,চঞ্চল চৌধুরী
Program: আয়নাবাজি (করোনা)
অমিতাভ রেজা পরিচালিত দর্শকপ্রিয় ছবি ‌আয়নাবাজি।  করোনাকালে ছবিটির নামেই নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। অমিতাভ রেজাই নির্মাণ করছেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে ফের পর্দায় দেখা যাবে আয়না, হৃদি ও সাংবাদিক সাবেরকে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। নিজ নিজ ঘরে বসেই চরিত্রগুলোতে শুটিং করছেন নাবিলা, চঞ্চল চৌধুরী ও পার্থ বড়ুয়া।