ফিট থাকতে এক বেলা ভাত খাচ্ছেন শাবনূর
News
Performer: শাবনূর
সিডনি থেকে শাবনূর ঢাকায় এসেছেন সপ্তাহখানেকের বেশি। বিনোদন অঙ্গনের বড় কোনো আড্ডাতে দেখা যায়নি তাঁকে। হঠাৎ এক ঘরোয়া আড্ডায় পাওয়া যায় তাঁকে। দুই দিন পর জানা গেল, আবার অভিনয়ে ফিরছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয়তম নায়িকা শাবনূর। ছবির নাম ‘কাঁটাতারের বেড়া’।
রোববার সকালে প্রথম আলোর সঙ্গে দীর্ঘ আলাপে ছবির নায়ক প্রসঙ্গে শুরুতে টুঁ শব্দটি করেননি শাবনূর। জানাননি এই প্রত্যাবর্তনে তাঁর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন! শুধু এতটুকুই বলেছেন, হতে পারে দেশের একজন জনপ্রিয় নায়ক, নয়তো ভারতের কেউ।