বিয়ে করেছে নাজিরা মৌ
News
Performer: নাজিরা আহমেদ মৌ
তিন মাস হলো বিয়ে করেছে নাজিরা মৌ। হুট্ করেই বিয়া। বিয়ের পরই শুটিং এ ব্যাস্ততা। তাই সে ভাবে কাউকে জানানো হয়নি। শশুর বাড়ি গিয়েছেন ১ মাস পর। তিন মাসের পরিচয়ে নাজিরা বিয়ে করে তাঁর স্বামী মিজানুর রহমানকে। তার স্বামী তাকে প্রথম ভালো লাগার কথা বলে। বলেছিল, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি সম্পর্কটাকে আগাতে চাই। আমরা কি দুই পরিবারে কথা বলব। আমি বাবা–মায়ের অমতে বিয়ে করব না। এ জন্য আমিই প্রথম বাবাকে সব খুলে বলি।
করোনার কারণে ইউরোপে যাওয়া সম্ভব হচ্ছিলোনা। তাই হানিমুন করতে যান দুবাই। হানিমুনের অভিজ্ঞতাও ভালোনা। কারণ ছবি তুলতে পারেননি। মাস্ক খোলায় সরকারি নিষেধাজ্ঞা ছিল করোনার কারণে। তাই দ্বিতীয় হানিমুনের অপেক্ষায় আছেন।