বেদের মেয়ে জোসনা

Program
Category: Movie
Directory: আঁচল
Genre: Action,Drama,Romance
Performer: Ilias Kanchan,অঞ্জু ঘোষ,Dildar
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit

তোজাম্মেল হোক বকুলের রচনা ও পরিচালনায় বেদের মেয়ে জোসনা মুক্তি পায় ১৯৮৯ সালে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যবসা সফল ছবি। ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন অঞ্জু ঘোষ।  তার বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। ছবিটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিম বঙ্গেও জনপ্রিয়তা পায়। তাই পরে এটি পশ্চিমবঙ্গে রিমেক হয়।  তাতেও কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন অঞ্জু ঘোষ আর তার বিপরীতে অভিনয় করেন চিরঞ্জিত।

বঙ্গরাজার রাজ্যের কাজী সাহেবের ১০ বছরের মেয়েকে সাপে কাটে। অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে না পেরে কলার ভেলায় মেয়েকে ভাসিয়ে দেয়া হয় এই আশায় যদি কেউ তাকে সুস্থ করতে পারে। সে মেয়েকে খুঁজে পায় বেদে পাড়ার নি:সন্তান বেদে সর্দার আর তাকে সুস্থ করে নিজের মেয়ের মতো সেরা বেদে হিসাবে বড় করে।  একদিন সেই বেদেনি বঙ্গরাজ্যের রাজদরবারে যায় নাচতে। ফিরে আসার সময় বেদের মেয়ে জোসনা মানে অঞ্জু ঘোষ লালসার শিকার হয় উজির পুত্রের। তাকে রক্ষা করে যুবরাজ আনোয়ার। অতঃপর তাদের মধ্যে প্রণয় সৃষ্টি হয়।  

উত্তরসূরি আনোয়ার কে যখন বঙ্গরাজ তার দায়িত্ত্ব বুঝিয়ে দিবে তখন তাকে বিষাক্ত নাগিনী কাটে। সবাই যখন তাকে সুস্থ করতে অস্বীকৃতি জানায় জোসনা তখন তাকে জীবন বাজি রেখে সুস্থ করে তোলে। বঙ্গরাজ বলে জোসনা যা চায় তাকে তাই দেয়া হবে।  গানে গানে জোসনা যখন আনোয়ার কে চায় বঙ্গরাজ তাকে রক্তাক্ত করে আর বেদে পাড়া থেকে তাদের উচ্ছেদ করে। 

আনোয়ার সুস্থ হয়ে জোসনাকে খুঁজে বের করে বিয়ে করে দরবারে নিয়ে আসে।  বঙ্গরাজ ক্ষেপে যুবরাজকে মৃত্যুদন্ড দেয় আর জোসনা কে বনবাস দেয়।  রানী বুদ্ধি গুনে আনোয়ার আর জোসনাকে গোপনে বনে পাঠিয়ে দেয়।  বনে শান্তিতে থাকলেও তারা ধরা পড়ে উজিরপুত্রের কাছে। উজিরপুত্র চালাকি করে চুরির নাটক সাজিয়ে সেনা লেলিয়ে দেয়।  এভাবে আগাতে থাকে বেদের মেয়ে জোসনা। 

  • পরিচালক: তোজাম্মেল হক বকুল
  • প্রযোজক: আব্বাস উল্লাহ শিকদার
  • রচয়িতা: তোজাম্মেল হক বকুল
অভিনয়ে:
  • ইলিয়াস কাঞ্চন
  • অঞ্জু ঘোষ
  • মিঠুন
  • ফারজানা ববি
  • সাইফুদ্দিন
  • নাসির খান
  • শওকত আকবর
  • প্রবীর মিত্র
  • রওশন জামিল
  • দিলদার

গান: 

  1. মায়ায় গড়া এই সংসারে কণ্ঠশিল্পী: রথীন্দ্রনাথ রায় গীতিকার: তোজাম্মেল হক বকুল
  2. ও রানী সালাম বারেবার/পাহাড়িয়া সাপের খেলা কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন গীতিকার: তোজাম্মেল হক বকুল
  3. এসো এসো শাহাজাদা..গো কণ্ঠশিল্পী: রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর গীতিকার: তোজাম্মেল হক বকুল
  4. বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে কণ্ঠশিল্পী: রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর গীতিকার: তোজাম্মেল হক বকুল
  5. প্রেম যমুনা সাঁতার দিলাম..গো কণ্ঠশিল্পী: রুনা লায়লা গীতিকার: তোজাম্মেল হক বকুল
  6. কি ধন আমি চাইবো রাজা..গো কণ্ঠশিল্পী: রুনা লায়লা গীতিকার: তোজাম্মেল হক বকুল
  7. ও তুই ডাকলি যারে আপন করে কণ্ঠশিল্পী: রথীন্দ্রনাথ রায় গীতিকার: তোজাম্মেল হক বকুল
  8. মেরনা মেরনা জল্লাদ..গো কণ্ঠশিল্পী: রুনা লায়লা গীতিকার: তোজাম্মেল হক বকুল
  9. আমারো লাগিয়া..রে বন্ধু কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোর গীতিকার: তোজাম্মেল হক বকুল
  10. ওরে তারা তুই দিলি ধরা কণ্ঠশিল্পী: খুরশিদ আলম ও রুনা লায়লা গীতিকার: তোজাম্মেল হক বকুল
  11. মা.. আমি বন্দি কারাগারে কণ্ঠশিল্পী: মুজিব পরদেশী গীতিকার: হাসান মতিউর রহমান

  • সুরকার: আবু তাহের
  • চিত্রগ্রাহক: জাকির হোসেন
  • সম্পাদক: ফজলে হক
  • পরিবেশক: আনন্দমেলা চলচ্চিত্র
  • মুক্তি:    ৯ জুন ১৯৮৯
  • নির্মাণব্যয়:   ৳২০ লাখ[১]
  • আয়:  ৳২২.৫০ কোটি

বেদের মেয়ে জোসনা