মাহফুজ আহমেদ
ArtistProfession: Actor
Dob: 1967-10-23
Age: 58
Birthplace: Lakshmipur
Height: 5 feet 8 inch
Weight: 70 kg
Marital Status: Married
Spouse: Ishrat Jahan Mimi
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit
মাহফুজ আহমেদ এক সময়ের তুমুল জনপ্রিয় টিভি অভিনেতা। তার অভিনয় দক্ষতা এখনো তার জনপ্রিয়তা ধরে রেখেছে। টিভি নাটক ছাড়াও তিনি মডেলিং, চলচ্চিত্রে এবং টিভি উপস্থাপনা করেছেন।
১৯৬৭ সালের আজকের দিনে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা।
মাহফজ কর্মজীবন শুরু করেন পূর্ণিমা ম্যাগাজিনে বিনোদন সাংবাদিকতার মাধ্যমে। ১৯৮৯ সালে ইমদাদুল হক মিলন রচিত বিটিভির টেলিভিশন ধারাবাহিক কোন কাননের ফুল-এ তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি হুমায়ূন আহমেদের রচিত কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি হুমায়ূন আহমেদের দুই দুয়ারী (২০০০), তৌকির আহমেদের জয়যাত্রা (২০০৪), চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ (২০০৪) চলচ্চিত্রে অভিনয় করেন।
হুমায়ূন আহমেদের টেলিভিশন নাটকে অভিনয় করে মাহফুজ আহমেদ তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজ হলো তার ‘নূরুল হুদা’ চরিত্র। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্র দিয়ে মাহফুজের চলচ্চিত্রে অভিষেক হয়।
মাহফুজ ২০০০ সালের ১৭ নভেম্বর ইশরাত জাহান কাদেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইশরাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক। ২০১২ সালের জুন মাসে তাদের এক কন্যা জন্মগ্রহণ করে, তার নাম মওরীন আরাধ্য আহমেদ।
মাহফুজ আহমেদ ১৯৯৪ সালে চয়নিকা চৌধুরীর লেখা \"বোধ\" নাটক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর শতাধিক খন্ড নাটক, টেলিছবি ও ধারাবাহিক প্রযোজনা করেছেন। চার বন্ধু মিলে \"প্লে হাউস\" নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই \"প্লে হাউস\" থেকে নির্মাণ করেছেন তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র জিরো ডিগ্রী।
অভিনীত উল্লেখযোগ্য নাটক সমূহ:
- কোথাও কেউ নেই - মতি(ধারাবাহিক নাটক)
- একান্নবর্তী - ফরহাদ (ধারাঃ)
- দেবদাস - দেবদাস
- চোখের বালি - মহেন্দ্র
- নুরুল হুদা - নুরু (ধারাঃ)
- চৈতা পাগল - চৈতা (ধাঃ)
- উত্তর পুরুষ
- মন্থন
- প্রিয়বান্ধবী
- চক্র
তার অভিনীত চলচ্চিত্র:
- দুই দুয়ারী
- ভালবাসি তোমাকে
- আজ গায়ে হলুদ
- চার সতিনের ঘর
- বাংলা
- শ্রাবণ মেঘের দিন
- জয়যাত্রা
- মেঘের পরে মেঘ
- লাল সবুজ
- কপাল
- জিরো ডিগ্রী
- শবনম