মিরাজ তুই মরিসনে ক্যা

Program
Category: TV Fiction
Broadcaster: Bangla Vision
Genre: Comedy,Drama
Performer: নাবিলা ইসলাম,Fazlur Rahman Babu,চঞ্চল চৌধুরী
Website: Click here to visit
Youtube: Click here to visit

ঈদুল ফিতর ২০২০ এর জন্য বৃন্দাবন দাসের রচনায় আর দিপু হাজারার পরিচালনায় মিরাজ তুই মরিসনে ক্যা নির্মাণ হয়।  নাটকটি প্রচারিত হয় ঈদের পঞ্চমদিন সাড়ে পাঁচটায় বাংলা ভিশন চ্যানেলে। 

মিরাজ-সিরাজ দুই ভাই। বড় ভাই মিরাজ দীর্ঘস্থায়ী কাশিতে ভুগছে। ডাক্তার-কবিরাজ সব একাকার করেও কাশির এইটুকুও উন্নতি হয়নি। কাশির আওয়াজ সকাল থেকে শুরু হয়ে চলে রাত পর্যন্ত। বিষয়টি পাড়া প্রতিবেশী এমনকি গ্রামবাসী সবাই অবগত। সকলের ধারণা এটি যক্ষ্মা।

অপর দিকে ছোট ভাই সিরাজ এখনো অবিবাহিত। ভালোবাসে একই গ্রামের একটি মেয়েকে। কিন্তু মেয়েটি সিরাজকে ভালোবাসলেও বিয়ে করতে চায় না। কারণ তার ধারণা এই যক্ষ্মা সিরাজের বংশগত। সুতরাং বিয়ের পর তারও আক্রমণ হতে পারে। এতে বিড়ম্বনায় পড়ে মিরাজ।  

মিরাজ-সিরাজ চরিত্র রূপায়ন করেছেন ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। এই নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমুখ।

মিরাজ তুই মরিসনে ক্যা