যেমন চলছে বিনোদনে ভরপুর ছবি- শাহেনশাহ

News
Performer: শাকিব খান,নুসরাত ফারিয়া মাজহার
News Link: Read full news
সিনেমা প্রেমীদের কাছে শাকিব খানের শাহেনশাহ ছিল বহুল প্রতীক্ষিত। প্রথমবার এ ছবির মাধ্যমে শাকিবের বিপরীতে কাজ করেছেন হালের নুসরাত ফারিয়া, সঙ্গে রোদেলা জান্নাত। এর আগে একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর শুক্রবার (৬ মার্চ) দেশের একশোর কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিটি।