রান্নাঘরে মেহ্জাবীন, মিম, পূজা ও ফারিয়া
News
Performer: মেহজাবিন চৌধুরী,বিদ্যা সিনহা সাহা মীম,নুসরাত ফারিয়া মাজহার
দর্শকেরা মনে করেন তারকাদের জীবন জৌলুশে ভরা। নিজ হাতে তাঁদের কোনো কাজই করতে হয় না। তাঁদের সঙ্গে সব সময় থাকেন একাধিক কাজের মানুষ। নিজ হাতে রান্না করে খাওয়া তো দূরের কথা, চাহিবামাত্র তাঁদের সবকিছু হাজির হয়ে যায়। কিন্তু তারকারা এখন রান্নাঘরে ঢুকেছেন। নিজ হাতে রান্না করে খাচ্ছেন নিজেরাই। এমনকি খাওয়াচ্ছেন পরিবারের মানুষদেরও। করোনাভাইরাসের আতঙ্কে বিনোদন দুনিয়ার সব কার্যক্রম বন্ধ। করোনা সংক্রমণের ভয়ে বেশির ভাগ মানুষ ঘরবন্দী। দেশের বিনোদন তারকারাও ঘরবন্দী। বই পড়া, সিনেমা দেখা ছাড়া রান্নাঘরে ঢুঁ মারছেন তাঁদের কেউ কেউ। আগে থেকে অল্প অল্প রান্নার অভিজ্ঞতা আছে অনেকের। তবে এই লম্বা ঘরবন্দী সময়ে কেউ নতুন নতুন খাবার রান্না করা শিখছেন। সাহায্য নিচ্ছেন ইউটিউব বা মায়ের কাছ থেকে।