ললিতা

Program
Category: TV Fiction
Broadcaster: Ekushey TV
Genre: Drama
Performer: সুমাইয়া শিমু,আনিসুর রহমান মিলন,Misha Sawdagor
Youtube: Click here to visit

ললিতা একুশে টিভির জনপ্রিয় মেঘা সিরিয়াল যা প্রচারিত হয় ২০০৯ সালে।  জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় এই মেঘা ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছে সুমাইয়া শিমু। 

অভিনয়ে: সুমাইয়া সিমু ,মিশা আনিসুর রহমান মিলন, ওদাগর, ফারুক আহমেদ, প্রাণ রায়, ম আ সালাম, জামিলুর রহমান শাখা, হিমেল, হোসনে আরা নার্গিস, কাজী আনিস, লায়লা পারভীন, প্রত্যাশা

অনেক ঘাত-প্রতিঘাতের পর ললিতা আবার শহরে এসেছে। শাহরুখের সঙ্গে দেখা হয়। তাকে সঙ্গে নিয়ে বস্তিতে গিয়ে মা-বাবাকে খুঁজছে। সেখানে এখন ললিতার পরিচিত আর কেউ নেই। শেষ পর্যন্ত শাহরুখের বাসাতেই আসতে বাধ্য হয় ললিতা। তার স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হওয়া। শাহরুখ তাকে এফডিসিতে নিয়ে আসে। চলচ্চিত্রের লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখানে ললিতার জীবনের আরেক পর্বের শুরু।
ললিতা