সুমাইয়া শিমু

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1980-04-30
Age: 45
Birthplace: Narail
Height: 5 feet 3 inch
Weight: 58 kg
Measurment: 34B-24-36
Bust: 34B
Waist: 24
Hip: 36
Marital Status: Married
Spouse: Nazrul Islam
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Shoe Size: 7 US

সুমাইয়া শিমু বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও গবেষক। তার জন্ম ১৯৮০ সালে যশোরের নড়াইলে। 

শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তাঁর পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মাতা লায়লা রহমান একজন গৃহিণী। শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে \'সরকার ও রাজনীতি\' বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে এখানে আতর পাওয়া যায় নাটক দিয়ে। তিনি স্বপ্ন চূড়া নাটকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার আরেকটি উল্লেখযোগ্য নাটক ললিতা যাতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও তিনি এফ এন্ড এফ , হাউজফুল সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেন। 

শিমু ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নজরুল যুক্তরাষ্ট্র-ভিত্তিক এনজিও রিলিফ ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর।


সুমাইয়া শিমুর উল্লেখযোগ্য নাটকসমূহ:

  • এখানে আতর পাওয়া যায়
  • বিহাইন্ড দ্যা সিন।
  • ইডিয়ট
  • মন কাঁদে
  • মিস্টার এন্ড মিসের সরকার
  • হ্যালো
  • আলোর মিছিলে ওরা
  • আনন্দ
  • সাদা গোলাপ
  • শিউলি অথবা রক্তজবার গল্প
  • লেক ড্রাইভ লেন
  • স্বপ্নচূড়া
  • হাউস ফুল

ললিতাসুমাইয়া শিমুসুমাইয়া শিমু