অপর্ণা ঘোষ

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1983-09-25
Age: 42
Birthplace: Rangamati
Height: 5 feet 5 inch
Weight: 57 kg
Marital Status: Married

অপর্ণা ঘোষ বাংলাদেশী মিডিয়ার এক জনপ্রিয় নাম। তার অবাধ বিচরন রয়েছে বিজ্ঞাপন, টিভি নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে। 

অপর্ণা জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯৮৩ সালে চট্টগ্রামের রাংগামাটিতে। তার শৈশব কেটেছে রাংগামাটির অপরূপ সৌন্দর্যের মাঝে। পড়ালেখা করেছেন রাংগামাটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। তার বাবা ছিলেন একজন মঞ্চ অভিনেতা।  বাবার পথ ধরে অপর্ণা অভিনয় করেছেন মঞ্চে। নান্দিকার থিয়েটারে যোগ দেন ২০০৩ সালে। সেখানে অভিনয় করেন বহু মঞ্চ নাটকে। 

অপর্ণা ঘোষ ঢাকায় আসেন ২০০৬ সালে। এ বছরই তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার এ অংশগ্রহণ করে ৪তম স্থান অর্জন করেন। নাটকে তার অভিষেক ঘটে তবু ভালোবাসি নাটকের মাধ্যমে। 

মিডিয়ায় জায়গা করে নিতে ২০০৯ সালে তিনি ঢাকায় স্থায়ী ভাবে বাস করা শুরু করেন। এ বছরই তিনি চলচ্চিত্রে নাম লেখান। মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন।  এর পর ২০১৩ সালে গাজী রাকায়াতের মৃত্তিকার মায়া, ২০১৪ সালে জাহিদুর রহমান অঞ্জনের মেঘমল্লার, ২০১৫ সালে প্রসূন রহমানের সুতপার ঠিকানা, ২০১৬ সালে দর্পন বিসর্জন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৭ সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ভূবন মাঝি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়াও আরো কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। 

অপর্ণা ঘোষ বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন যার মাঝে বসুন্ধরা কর্পোরেট, প্রাণ সস, অটবি, নিডো, প্যরাসুট নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি  উল্লেখযোগ্য। ২০১৭ সালে তিনি রূপকথা নামক একটি সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে। তিনি প্রায় আশির অধিক টেলিভিশন খন্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন।

অপর্ণা ঘোষ