অর্চিতা স্পর্শিয়া

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1993-12-08
Age: 31
Birthplace: Dhaka
Height: 5 feet 3 inch
Weight: 58 kg
Measurment: 34B-25-36
Bust: 34B
Waist: 25
Hip: 36
Marital Status: Married
Spouse: রাফসান আহসান
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Facebook Account: Click here to visit
Instagram: Click here to visit
Twitter: Click here to visit
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit

অর্চিতা স্পর্শিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল অভিনেত্রী।  মডেলিং ও বিজ্ঞাপন ছাড়াও স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। 

অর্চিতা স্পর্শিয়ার জন্ম ঢাকা ব্রোকেন ফেমিলিতে।  এক বছর বয়সে স্পর্শিয়া ও তার মা কে ছেড়ে তার বাবা চলে যান। তখন থেকে মায়ের কাছেই বড় হন তিনি। তার মা একজন প্রাক্তন সাংবাদিক ও সমাজকর্মী।  

স্পর্শিয়া সেফালন ইন্ট থেকে তার প্রাথমিক স্কুল শেষ করেছেন। তারপরে তিনি পিয়ারসন এডেক্সেল লন্ডন পরীক্ষার বোর্ডের অধীনে তার ও এবং এ লেভেল শেষ করেছেন। তারপরে তিনি মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে অনার্স করতে লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে (ইউল্যাব) ভর্তি হন। তিনি ডিজিটাল প্রোডাকশন (চলচ্চিত্র নির্মাণ)কে প্রধান হিসাবে নিয়েছিলেন।

ছোট বেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়া গভীর অনুরাগী ছিলেন। স্পর্শিয়া প্রশিক্ষণ এবং শিখেছে শাস্ত্রীয়,সালসা এবং সমসাময়িক নৃত্যশিল্পীও। তাকে নিজের এবং তার মায়ের দায়িত্ব নিতে হবে এবং তাই তিনি ১৫ বছর বয়সে পড়াশুনার পাশাপাশি কাজ শুরু করেছিলেন। প্রথমে তিনি শিশুদের আর্ট শিক্ষক হিসাবে একটি আর্ট স্কুলে যোগদান করেছিলেন এবং তারপরে তিনি তার জুনিয়রকে প্রশিক্ষণ দিয়েছিলেন। পরে তিনি আর্ট ডিরেক্টর হিসাবে একটি বিজ্ঞাপন সংস্থা এবং প্রযোজনা সংস্থায় যোগদান করেছিলেন এবং পরে সহকারী পরিচালক হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, কারণ চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল তার। অভিনয় শুরুর আগে স্পশিয়া টিভি বিজ্ঞাপন ও মডেলের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর চলচিত্রের প্রতিও আগ্রহ রয়েছে।

স্পর্শিয়া তাঁর অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে।\'বন্ধু তিন দিন\' শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর এয়ারটেল এর কিছু বিজ্ঞাপন করেন। তিনি “রোদ”, “ওয়ারিশনামা” , “অরুনুদয়ের তরুন দল” দ্বারা নাটকে পদার্পণ করেন।

স্পর্শিয়া মিডিয়ার কাজের জন্য বিতর্কিত হয়েছেন কয়েকবার। একবার সোশ্যাল মিডিয়ায় দেয়া খোলা পিঠের ছবি ভাইরাল হয় এবং এ নিয়ে বিতর্ক হয়।  স্পর্শিয়া তখন ছবিটি সরিয়ে নেয়।  এর পর নবাব এল এল বি ছবিতে আপত্তিকর কিছু সংলাপে অভিনয় করার জন্য বিতর্কিত হন তিনি। এছাড়াও মিডিয়ায় খোলামেলা কথা বলার জন্য বিতর্কিত হন স্পর্শিয়া। 

নবাব এল এল বি তে অভিনয় প্রসঙ্গে মিডিয়াতে স্পর্শিয়া বলেন - যখন ওই দৃশ্য ধারণ করা হয়, তখনই আমি পরিচালককে বলেছিলাম ওভাবে না করতে, পুলিশি ঝামেলা হতে পারে। তা–ই হলো। কারণ, সিকোয়েন্সটির উপস্থাপনা ভালো হয়নি। একটি সুন্দর কথাও খারাপভাবে উপস্থাপন করা যায়, আবার খারাপ কথাও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ওই দৃশ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তার উপস্থাপনা সুন্দর হয়নি।

২০১৫ সালে নির্মাতা রাফসান আহসানের সাথে তাঁর বিয়ে হয়। ২০১৭ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। জীবনের এ কঠিন সময়ের পর নতুন ভাবে যাত্রা শুরু করেন অভিনেত্রী স্পর্শিয়া। জীবনের পালাবদলে তার এই ঘুরে দাঁড়ানো নিয়ে জানতে চাইলে বলেন, ‘নতুন যাত্রা শুরু হয়েছে আমার ক্যারিয়ারে বা আমার লাইফে ২০১৭ সাল থেকে। ঘুরে মনে হয় আমি দাঁড়াইনি, কারণ আমি পিছনে ঘুরি না। সামনের দিকে এগিয়ে যেতে থাকি।’


তার উল্লেখযোগ্য কিছু নাটক: 

  • রোদ
  • ওয়ারিশনামা
  • অরুনুদয়ের তরুন দল
  • ইম্পসিবল ৫
  • উজান গাঙ্গের নাইয়া
  • আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
  • ইচ্ছেঘুড়ি
  • ১৮+
  • প্রেম আসে প্রেম যায়
  • প্রবাসী জামাই
  • শ্রাবণের বিষ্টি
  • ঘুনপোকার ভালবাসা
  • ল্যান্ডফোনের দিনগুলো
  • জরি কিংবা মিনুর গল্প


স্পর্শিয়া অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র: 

  • আবার বসন্ত (২০১৯)
  • ইতি তোমারই ঢাকা (২০১৯)
  • বন্ধন (২০১৯)
  • কাঠবিড়ালী (২০১৯)
  • নবাব এলএলবি (২০২০)
  • ফিরে দেখাছুরি (২০২১)

অর্চিতা স্পর্শিয়া