আবদুল্লাহ আল মামুন

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1942-07-13
Age: 82
Birthplace: Jamalpur
Marital Status: Married
Religion: Islam
Wikipedia: Click here to visit

আবদুল্লাহ আল মামুন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক। 

আবদুল্লাহ আল মামুন জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে জামালপুর জেলায়। তার পিতা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং মাতা ফাতেমা খাতুন। ১৯৬৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ পাশ করেন। 

জনাব মামুনের পেশাগত জীবন শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক হিসাবে। পরবর্তীকালে পরিচালক, ফিল্ম ও ভিডিও ইউনিট (১৯৬৬-১৯৯১), মহাপরিচালক, শিল্পকলা একাডেমী (২০০১) হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল্লাহ আল মামুন একদিকে নিজের রচিত মৌলিক নাটকের নির্দেশনাসহ অভিনয় করেছেন, অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কৃষ্ণকান্তের উইল ও ঘরে-বাইরের নাট্যরূপ প্রদানের মাধ্যমে তাতে নির্দেশনাসহ অভিনয় করেছেন। পাশাপাশি উইলিয়ম শেক্সপিয়রের বিশ্ববিখ্যাত নাটক ওথেলো (মুনীর চৌধুরী ও কবীর চৌধুরীকৃত অনুবাদ) এবং আরবুঝভ-এর পুরানো পালা (আনিসুজ্জামান রূপান্তরিত) নাটকের নির্দেশনাসহ অভিনয় করেছেন। 

টিভি প্রযোজক, চলচ্চিত্রকার, নাট্যশিক্ষক, ঔপন্যাসিক ও সংগঠক হিসেবে তাঁর অসামান্য খ্যাতি রয়েছে। আবদুল্লাহ আল মামুন ৭টি উপন্যাস রচনা ও প্রকাশ করেন, সেগুলো-মানব তোমার সারাজীবন (১৯৮৮), আহ্ দেবদাস (১৯৮৯), তাহাদের যৌবনকাল (১৯৯১), হায় পার্বতী (১৯৯১), এই চুনীলাল (১৯৯৩), গুন্ডাপান্ডার বাবা (১৯৯৩), খলনায়ক (১৯৯৭)। তিনি আমার আমি নামে একটি আত্মচরিত এবং ম্যানহাটান নামে একটি ভ্রমণ কাহিনী রচনা করেন। তাছাড়া নাট্যাভিনেতাদের জন্য তাঁর অভিনয় (প্রথমখন্ড) নামে একটি শিক্ষামূলকগ্রন্থ রয়েছে।

আবদুল্লাহ আল মামুন প্রযোজিত ও পরিচালিত টিভিনাটকের সংখ্যা শতাধিক। তার কালজয়ী মঞ্চ নাটক ‘সুবচন নির্বাসনে’, ‘এখন দুঃসময়’, ‘শপথ’, ‘এখনও ক্রীতদাস’, ‘আমাদের সন্তানেরা’, ‘মেহেরজান আরেকবার’ প্রভৃতি। ধারাবাহিক টিভি নাটক নির্মাণে তিনি যুক্ত করে গেছেন নতুন ধারা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সংশপ্তক’, ‘শীর্ষবিন্দু’, ‘জীবন ছবি’, ‘ঘরোয়া’, ‘উত্তরাধিকার’, ‘একজনমে’ এবং বাংলাদেশের প্রথম ডেইলি সোপ ‘জোয়ার ভাটা’। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র তিন মাধ্যমেই তিনি অভিনয় করেছেন।

দীর্ঘ রোগভোগের পর ২১শে আগস্ট, ২০০৮ তারিখে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন নাট্যামোদী মানুষের প্রিয় এই ব্যক্তি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আবদুল্লাহ আল মামুন