ইয়ামিন হক ববি

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1987-08-18
Age: 38
Birthplace: Dhaka
Height: 5 feet 7 inch
Weight: 52 kg
Measurment: 35C-27-36
Bust: 35C
Waist: 27
Hip: 36
Marital Status: Single
Religion: Islam
Eye Color: Brown
Hair Color: Black
ইয়ামিন হক ববি মডেল হিসাবে মিডিয়ায় আসলেও তিনি এখন বেশি পরিচিত চলচ্চিত্র নায়িকা হিসাবে। এরই মধ্যে তিনি চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন। 

ববির জন্ম ও বেড়ে উঠা ঢাকায়। তার পিতা কে এম এনামুল হক আর মাতা ভিকারুননিসা হক। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন ধানমন্ডি কামরুন্নেসা হাই স্কুল থেকে আর মাধ্যমিক মনিপুরী উচ্চ বিদ্যালয় থেকে। আদমজী ক্যান্টমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিবিএ করেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। 

ববির মিডিয়ায় কাজ শুরু মডেল হিসাবে। ২০১১ সালে মিস এশিয়া প্যাসিফিক পুরুষ্কার জিতেন। বেশ কিছু পন্যের মডেল হিসাবে কাজ করেন। 

তবে তার মডেলিং ক্যারিয়ার হারিয়ে গেছে নায়িকা খ্যাতির কাছে! ২০১০ সালে প্রথম চলচ্চিত্র খোজ দ্যা সার্চ এ অভিনয় করেন। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল। ইঞ্চি ইঞ্চি প্রেমে ছবিতে প্রথমবারের মত বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেন। এর পর তিনি অভিনয় করেন হিট ছবি রাজত্ব, এ্যাকশান জেসমিন সহ বেশ কিছু ছবিতে। এখনো তিনি জনপ্রিয়তার সাথে অভিনয় করে যাচ্ছেন।

ববি এরই মাঝে প্রতিষ্ঠা করেছেন নিজের প্রযোজনা সংস্থা ববস্টার ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকে মুক্তি পেয়েছে বিজলী চলচ্চিত্র যাতে নাম ভুমিকায় অভিনয় করেছেন ববি নিজেই। 

ইয়ামিন হক ববিইয়ামিন হক ববিইয়ামিন হক ববিইয়ামিন হক ববিইয়ামিন হক ববিইয়ামিন হক ববি