ইলোরা গহর

Artist
Gender: Female
Profession: Actor
Height: 5 feet 5 inch
Weight: 54 kg
Measurment: Dhaka
Marital Status: Single
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit

ইলোরা গহর বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। ইলোরা শিশু শিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু করেন। 

ইলোরা গহরের জন্ম ১৯৬৮ সালে ঢাকাতে। তার বাবা প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক বিজয়ী নঈম গহর।

ইলোরা গহর ১৯৭৯ সালে সূর্য্য পঞ্চম শ্রেণীতে থাকাবস্থায় মসিহ উদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত দীঘল বাড়ি চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটক তুমি সেই প্রজাপতি।  অসময়ের অতিথি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় থেকে লম্বা বিরতি নেন। বিরতি শেষে ২০০২ সালে চড়ুইবাতি নাটক ও ২০০৪ সালে ব্যাচেলর সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবার অভিনয় শুরু করেন। 

তিনি আরও বলেন, ‘নিজের পোশাক-আশাক নিয়ে ইলোরা গহর বলেন, আমি শর্টস পরি, স্কার্ট পরি; এগুলো শো-অফের জন্য না। এগুলো পরতে স্বাচ্ছন্দ্যবোধ হয় তাই পরি। কাউকে দেখানোর জন্য বা বোল্ডনেসের জন্য পরি না।’


তার অভিনীত নাটক ও চলচ্চিত্র সমূহ: 

  • সূর্য দীঘল বাড়ী - ১৯৭৯
  • গাঙচিল - ১৯৮০
  • নাত বউ - ১৯৮২
  • চড়ুইভাতি - ২০০২
  • ব্যাচেলর - ২০০৪
  • চিকেন টিক্কা মাসালা - ২০১০
  • মধুমতি - ২০১১
  • ছবিয়াল রিইউনিয়ন - ২০১৭
  • আব্বাস - ২০১৯
  • উনপঞ্চাশ বাতাস

ইলরা গহর