এবার আয়নাবাজি নিয়ে ওয়েব সিরিজ

News
Performer: চঞ্চল চৌধুরী
Program: আয়নাবাজি (করোনা)
অমিতাভ রেজা পরিচালিত দর্শকপ্রিয় সিনেমা আয়নাবাজি এবার ওয়েব সিরিজ হচ্ছে। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে। প্রথমে তিন পর্বে এক্সক্লুসিভ কিছু করতে যাচ্ছি। তবে এটার সংখ্যা ও পরিধি আরও বাড়তে পারে। অমিতাভ রেজা বলেন, আয়নাবাজির আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবেরকে নিয়ে আবারও একটা কিছু করার চেষ্টা করছি। একই নাম, চরিত্র আর গেটআপ ঠিক রেখে শুট করছি।