এবার ঈদে শুধুই প্রার্থনা - জয়া
Newsযে চাঁদের জন্য প্রতি বছর প্রতীক্ষায় থাকে মুসলীম ধর্মাবলম্বীরা, তাকে কি এবার খুশির ঈদের চাঁদ বলে ডাকা যাবে? একে তো দুই মাস ধরে করোনার উপদ্রব, তারপর আবার তান্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় আম্পান। তাই অন্য সবার মতো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের গলায়ও তীব্র চিন্তা।