কুসুম শিকদার
ArtistProfession: Actor
Dob: 1983-04-12
Age: 42
Birthplace: Dhaka
Height: 5 feet 5 inch
Weight: 57 kg
Measurment: 33-23-34
Bust: 33
Waist: 23
Hip: 34
Marital Status: Married
Spouse: Moinul Islam Khan
Religion: Islam
Eye Color: Brown
Hair Color: Black
Shoe Size: 7.5 US
কুসুম শিকদার অভিনেত্রী হিসাবে অধিক পরিচিত হলেও তার মিডিয়ায় আগমন গানের মাধ্যমে। ১৯৮৩ সালে ঢাকায় জন্ম নেয়া কুসুমের গানের প্রতি আকর্ষন ছোট বেলা থেকে। নজরুল একাডেমি থেকে তিনি নজরুল সংগীত এবং ধ্রুপদী সংগীতের উপর কোর্স সম্পন্ন করেন। পরে ওস্তাদ গুলি মোহাম্মদ ও ওস্তাদ মোর্শেদের কাছে তালিম নেন।
কুসুম শিকদারের প্রথম একক এলব্যাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর জীবনের জোট পাওয়া এবং অদল বদল নাম দুটি মিক্সড এলব্যাম বের হয় ২০০০ এবং ২০০১ সালে।
কুসুম ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক এ চ্যাম্পিয়ান হন। তার পরই কুসুমের অভিনয় জীবনের শুরু হয়। এরপর তিনি নৌকাডুবি, মেঘবালিকা, শ্যাওলা ও তিন পুরুষ সহ বহু নাটকে অভিনয় করেন। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপন করেন।
কুসুম শিকদারের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০১০ সালে। তার প্রথম ছবি জাতীয় চলচ্চিত্র বিজয়ী গহীনের শব্দ। এই ছবিতে তিনি ইমনের বিপরীতে স্বপ্না চরিত্রে অভিনয় করেন। এর পর তিনি অভিনয় করে ফ্রান্স - বাংলাদেশের যৌথ চলচ্চিত্র লাল টিপ। এই ছবিতেও তিনি ইমনের বিপরীতে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথমআলো পুরুষ্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরুষ্কার পান। ২০১৫ সালে তিনি ইন্দ - বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি শঙ্খচিল ছবিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন। এ ছবির জন্য তিনি একাধিক পুরুষ্কার পান।
কুসুম শিকদার বিতর্কিত হন ২০১৭ সালের ৩ আগস্ট নেশা নাম একটি মিউজিক ভিডিও এলব্যাম প্রকাশ করে। এই এলব্যামে মডেল হন তিনি। বঙ্গবিডির চ্যানেলে প্রকাশিত এই এলব্যামের গানে কুসুম নিজেকে আবদেনময়ী খোলামেলা ভাবে উপস্থাপন করেন। এই কারণে তার ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার আইনি নোটিসও জারি হয়।
- স্বামী : মইনুল ইসলাম খান (বিবাহ ২০০৭ সালে)
- স্কুল: মোহাম্মদ প্রিপারেটরি স্কুল
- বিশ্ববিদ্যালয়: নর্থ সাউথ বিশবিদ্যালয়
তার অভিনীত ছবিসমূহ:
- ২০১০ গহীনে শব্দ
- ২০১২ লাল টিপ
- ২০১৫ শঙ্খচিল