তারিন জাহান

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1976-07-26
Age: 49
Birthplace: Noakhali
Height: 5 feet 4 inch
Weight: 62 kg
Marital Status: Divorced
Spouse: Sohel Arman
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black

তারিন জাহান বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী। ছোট বেলা থেকেই তারিনের পদচারণা সংস্কৃতিক অংগনে। 

তারিনের জন্ম ১৯৭৬ সালে নোয়াখালীতে। তারিন ১৯৮৫ সালে নতুন কুড়িতে নাচ ও গল্প বলা বিভাগে প্রথম হোন। আর তখন থেকে শিশু শিল্পি হিসাবে অভিনয় শুরু। 

মা তাহমিনা বেগম বকুল ছিলেন একজন সংস্কৃতিমনা সুর পিয়াসী। পাঁচ বােনের মধ্যেই তিনি ছিলেন সবার ছােট। সে জন্য সব বােনদের কাছে পেয়েছেন আদর এবং ভালবাসা। এবং সংস্কৃতিতে দক্ষ হয়ে উঠার সহযােগিতা পেয়েছেন।

তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহ্‌-এর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। ছােট বেলায় গানের মিউজিক শুনলেই তিনি নাচতেন। আরাে ছিল মিমিক্রি করার অভ্যেস। নাচের প্রতি আগ্রহ দেখে মা তাহমিনা বেগম সাড়ে তিন বছরের তারিন কে ভর্তি করিয়ে দেন তপন দাস গুপ্তার কাছে। ১৯৮২ সালে তিনি নাচ শেখা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করেন।

তিনি ১৯৮৮ সালে শহীদুল্লা কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তকে শিশু চরিত্রে অভিনয় করেন। 

তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সাথে কাঁঠাল বুড়ি নাটকে, যেটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক।

তারিন পিরীত রতন পিরীত যতন এবং কাজলের দিনরত্রি নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন। 

তারিন জাহার অনেক নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযােগ্য নাটক হলাে: এইসব দিনরাত্রি, সংসপ্তক, ফুল বাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউ টার্ন, মায়া, হারানাে আকাশ, রাজকন্যা, সবুজ ভেটে,অগ্নিবলাকা ইত্যাদি।

তারিন এবং তার দুই বোন শামিমা নাহরিন জাহান তুহিন এবং নাহিন কাজী তানা নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। বর্তমানে তিনি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এ নিউ ট্রি এন্টারটেইনমেন্ট-এর সাথে যুক্ত।

তারিন জাহান