প্রথম দিনেই ব্যর্থ হয়েছিলেন সাইফ

News
News Link: Read full news
সাইফ আলী খানের বলিউডে পথচলা শুরু হয় যশ চোপড়া পরিচালিত পরম্পরা ছবির মধ্য দিয়ে। আর মুখ্য ভূমিকায় অভিনীত প্রথম ছবি ইয়ে দিল লাগি ও ম্যায় খিলাড়ি তু আনাড়ি। কিন্তু কথা ছিল, রাহুল রাওয়ালের পরিচালনায়, কাজলকে সঙ্গী করে বেখুদি সিনেমার মাধ্যমে খাতা খুলবেন সাইফ। তা আর হয়নি। কারণ, শুটিং শুরুর প্রথম দিনে বাদ পড়েছিলেন সাইফ।