ফের নির্মিত হচ্ছে আয়নাবাজি

News
Performer: চঞ্চল চৌধুরী,মাসুমা রহমান নাবিলা
Program: আয়নাবাজি (করোনা)
করোনাকালের কথা বিবেচনা করে ফের নির্মিত হচ্ছে ‘আয়নাবাজি’। তবে সিক্যুয়াল সিনেমা নয়, এবার ওয়েব সিরিজে দেখা মিলবে ‘আয়না’র। পর্দায় থাকছেন ‘আয়না’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে নাবিলা ও পার্থ বড়ুয়া। ইতোমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে।